২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬
`

বাখমুতের কাছে সেনা অবস্থান পরিদর্শন জেলেনস্কির

বাখমুতের কাছে সেনা অবস্থান পরিদর্শন জেলেনস্কির - ছবি : বাসস

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্র বাখমুত শহরের কাছের সেনা অবস্থান পরিদর্শন করেছেন। তিনি একে রুশ আগ্রাসন শুরুর পর সবচেয়ে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী বলে বর্ণনা করেছেন।

গতকাল বুধবার ওই এলাকা পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজিতে তিনি লেখেন, ‘দোনেৎস্ক অঞ্চল, বাখমুত এলাকার ইউক্রেনের সামরিক বাহিনীর সম্মুখ সারির অবস্থান।’

তিনি বলেন, আমাদের বীরদের পুরস্কৃত করতে আজ এখানে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত এ সব সৈন্যদের সাথে হাত মিলিয়েছি ও তাদের ধন্যবাদ জানিয়েছি।

জেলেনস্কির কার্যালয় থেকে প্রচারিত এক ভিডিওতে ইউক্রেনীয় নেতাকে সৈন্যদের সাথে বৈঠক করতেও দেখা গেছে।

বাখমুতে উভয়পক্ষ তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। যদিও বিশ্লেষকেরা বলছেন, এ শহরের কৌশলগত গুরুত্ব খুব কম।

তবে কিয়েভ বলছে, পুরো পূর্বাঞ্চলে রুশ বাহিনীকে হটিয়ে রাখতে শহরটির নিয়ন্ত্রণ নেয়া গুরুত্বপূর্ণ।

এ দিকে রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, চলতি সপ্তাহে তার বাহিনী বাখমুতের ৭০ ভাগ নিয়ন্ত্রণ নিয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement