২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাশিয়ায় 'সন্ত্রাসী হামলা' চালিয়েছে ইউক্রেন!

রাশিয়ায় 'সন্ত্রাসী হামলা' চালিয়েছে ইউক্রেন! - ছবি : সংগৃহীত

ইউক্রেন সীমান্ত-সংলগ্ন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ব্রাইনস্ক অঞ্চলে 'সন্ত্রাসী হামলা' হয়েছে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করে তার ভাষায় বেসামরিক নাগরিকদের ওপর অন্তর্ঘাত পরিচালনাকারী ইউক্রেনের গ্রুপটিকে ধ্বংস করার সংকল্প ব্যক্ত করেছেন।

মস্কো জানিয়েছে, ইউক্রেনিয়ানরা সীমান্ত অতিক্রম করে একটি গাড়িতে গুলি চালিয়ে এক ব্যক্তিকে হত্যা, এক শিশুকে আহত এবং একটি দোকানে কয়েকজনকে পণবন্দী করেছে।

রাশিয়ার এফএসবি নিরাপত্তা বাহিনী জানায়, 'ইউক্রেনের জাতীয়তাবাদীদের' ইউক্রেন সীমান্তের ভেতরে পাঠিয়ে দেয়া হয়েছে।

রুশ সংবাদ সংস্থাগুলোর পরিবেশিত খবরে অভ্যন্তরীণ নিরাপত্তা সার্ভিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গ্রুপটির টার্গেট ছিল বড় ধরনের হামলা চালানো। এতে আরো বলা হয়, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

ইউক্রেন এর জবাবে বলেছে, রাশিয়া মিথ্যা 'প্ররোচণা' চালাচ্ছে। তবে একইসাথে ইঙ্গিত দিয়েছে, রুশবিরোধী গ্রুপগুলো কোনো অভিযান চালিয়ে থাকতে পারে।

গোলাবর্ষণ ও মাঝে মাঝে অন্তর্ঘাতের খবরে রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলো ক্রমবর্ধমান হারে উত্তপ্ত হয়ে ওঠেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছরের মধ্যে এই ঘটনার বিশেষ তাৎপর্য রয়েছে।

পুতিন এক টেলিভিশন বক্তৃতায় অন্তর্ঘাত প্রশ্নে বলেন, 'তারা কিছুই অর্জন করতে পারবে না। আমরা তাদের গুঁড়িয়ে দেব।'

তিনি বলেন, হামলাকারী গ্রুপটি এমনসব লোকদের নিয়ে গঠিত, যারা রাশিয়ার ইতিহাস ও ভাষাকে কেড়ে নিতে চায়।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement