২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পশ্চিমা ট্যাংক যুদ্ধক্ষেত্রের বিশেষ কোনো পরিবর্তন ঘটাবে না : ক্রেমলিন

পশ্চিমা ট্যাংক যুদ্ধক্ষেত্রের বিশেষ কোনো পরিবর্তন ঘটাবে না : ক্রেমলিন - ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যদি আমেরিকা ও তার মিত্ররা ইউক্রেনকে ভারী ট্যাংক সরবরাহ করেও, তবে তাতে ইউক্রেন যুদ্ধে বিশেষ কোনো পরিবর্তন আসবে না এবং এসব ট্যাংক যুদ্ধের গতিপ্রকৃতি পাল্টে দিতে পারবে না।

পেসকভ জোর দিয়ে বলেন, পশ্চিমা ভারী ট্যাংক শুধু যুদ্ধ দীর্ঘায়িত করবে এবং ইউক্রেনের জন্য নেতিবাচক ফল বয়ে আনবে। এসব ট্যাংকের কারণে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে মারাত্মক কোনো প্রভাব পড়বে না।

ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দেয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো দেশ ও তাদের মিত্ররা গতকাল শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে বৈঠক করে। ওই বৈঠকে ইউক্রেনকে ভারী ট্যাংক দেয়ার বিষয়ে আলোচনা হয়। কিন্তু আমেরিকা ও জার্মানি এ নিয়ে কোনো সমঝোতায় আসতে পারেনি।

গতকালের বৈঠক থেকে আমেরিকা নতুন করে ২৫০ কোটি ডলারের অর্থ সহায়তার প্যাকেজ ঘোষণা করলেও আব্রামস ট্যাংক দিতে রাজি হয়নি।

একইভাবে জার্মানিও তার লেপার্ড-২ ট্যাংক দিতে রাজি হয়নি। শুধু তাই নয়, পোল্যান্ডসহ যেসব মিত্র দেশের কাছে জার্মানি এই ট্যাংক বিক্রি করেছে তাদেরকেও তা ইউক্রেনকে দেয়ার অনুমতি দিচ্ছে না। লেপার্ড ট্যাংক সরবরাহ করার বিষয়ে আমেরিকা জার্মানির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। কিন্তু বার্লিন সে চাপের কাছে নতিস্বীকার করেনি বরং তারা বলেছে, আগে আমেরিকা তার আব্রামস ট্যাংক দেবে তবেই জার্মানি লেপার্ড ট্যাংক সরবরাহ করবে।

আমেরিকা ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে চাইলেও আব্রামস ট্যাংক দিতে চাইছে না। এর কারণ কী তাও পরিষ্কার করে বলছে না দেশটি।


আরো সংবাদ



premium cement
দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত

সকল