২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঝাপোরিঝিয়া ও খেরসনের 'স্বাধীনতা' ডিক্রিতে সই পুতিনের

ঝাপোরিঝিয়া ও খেরসনের 'স্বাধীনতা' ডিক্রিতে সই পুতিনের - ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ঝাপোরিঝিয়া ও খেরসন এলাকার 'স্বাধীনতা' ডিক্রিতে সই করেছেন। আজ শুক্রবার এলাকা দুটিকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সাথে সংযুক্ত করার প্রস্তুতি গ্রহণের প্রেক্ষাপটে এই ডিক্রিতে সই করা হলো।

পুতিন বৃহস্পতিবার এক প্রেসিডেন্ট ডিক্রিতে বলেন, 'আমি ঝাপোরিঝিয়া ও খেরসনকে' স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি।

এই দুটি অঞ্চলের সাথে স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেতস্ক ও লুহানস্কও আজ শুক্রবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাশিয়ার সাথে একীভূত হতে যাচ্ছে। এসব অঞ্চলে দ্রুততার সাথে আয়োজন করা গণভোটে ৯৯ ভাগ রাশিয়ার সাথে সংযুক্ত করার পক্ষে রায় পড়ে। পুতিন গত ফেব্রুয়ারিতে দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

স্থানীয় সময় বিকেল ৩টায় একীভূতকরণের অনুষ্ঠানটি হবে। উল্লেখ্য, আট বছর আগে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াও দখল করে নিয়েছিল রাশিয়া।

এদিকে অস্বাভাবিক এক কঠোর ভাষায় জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্টোনিও গুটারেস রাশিয়ার সম্প্রসারণকে জাতিসঙ্ঘ সনদের পরিপন্থী হিসেবে অভিহিত করে বলেছেন, এসবের কোনো আইনগত ভিত্তি নেই।

গুটারেস রাশিয়ার পদক্ষেপকে বিপদ বাড়ানোর ব্যবস্থা হিসেবে অভিহিত করে বলেন, আধুনিক দুনিয়ায় এসবের কোনো স্থান নেই।

সূত্র : আলজাজিরা

 


আরো সংবাদ



premium cement
ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না

সকল