২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


ইউক্রেনের মারিউপোল শহরের কাছে গণকবর, গণহত্যার অভিযোগ

স্যাটালাইট চিত্রে দেখা গেছে রাশিয়ার দখলকৃত ইউক্রেনের মারিউপোল শহরের কাছে গণকবর রয়েছে - ছবি : সংগৃহীত

স্যাটালাইট চিত্রে দেখা গেছে রাশিয়ার দখলকৃত ইউক্রেনের মারিউপোল শহরের কাছে গণকবর রয়েছে। সম্প্রতিক সময়ে এ গণকবরের সংখ্যা আরো বেড়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে। এদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ মনে করছে এ গণকবরের মাধ্যমে গণহত্যার বিষয়টি স্পষ্ট হয়েছে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রাইভেট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিস জানিয়েছে, স্যাটালাইট চিত্রে দেখা গেছে রাশিয়ার দখলকৃত ইউক্রেনের মারিউপোল শহরের কাছে গণকবর রয়েছে। সাম্প্রতিক সপ্তাহে দেখা গেছে যে এ গণকবরটিতে আরো নতুন ২০০ কবর যুক্ত হয়েছে। এ গণকবরটি আরো বড় হচ্ছে। মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিলে বিভিন্ন স্যাটালাইট চিত্র পর্যবেক্ষণ করে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই মার্কিন কোম্পানি আরো জানিয়েছে, মারিউপোলের ২০ কি.মি. পশ্চিমে মানহুশ গ্রামে এ গণকবরটি পাওয়া গেছে।

এদিকে মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো তার টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে বলেছেন, ইউক্রেনের মারিউপোল শহরের কাছে অবস্থিত এ গণকবরটিতে ৯ হাজার বেসামরিক ব্যক্তিকে কবর দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, রাশিয়ার দখলকৃত ইউক্রেনের মারিউপোল শহরে ২১ শতকের সবচেয়ে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছে।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement