১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


ক্ষেপণাস্ত্রের আঘাতপ্রাপ্ত রুশ রণতরীটি ডুবে গেছে

ক্ষেপণাস্ত্রের আঘাতপ্রাপ্ত রুশ রণতরীটি ডুবে গেছে - ছবি : সংগৃহীত

ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার কৃষ্ণ সাগর বহরের রণতরীটি ডুবে গেছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, মস্কবা নামের রণতরীটি ডুবে যাওয়া রাশিয়ার জন্য বড় ধরনের ক্ষতি।

রুশ সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, বিস্ফোরণ ও আগুনের পর রণতরীটি বন্দরে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু ঝড়ো আবহাওয়ার মধ্যে তা সম্ভব হয়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল। ফলে রণতরীটি ভারসাম্য হারিয়ে ফেলেছিল।

এদিকে পেন্টাগন জানিয়েছে, রণতরী মস্কভার ডুবে যাওয়া কৃষ্ণ সাগরে রুশ নৌশক্তির জন্য একটি বড় আঘাত।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সিএনএনকে বলেন, কৃষ্ণ সাগরে রুশ নৌ আধিপত্য প্রতিষ্ঠার কাজে এই জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।
সূত্র : আল জাজিরা

 


আরো সংবাদ



premium cement