২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


পুতিনের পক্ষে প্রচারণা চালানো ব্যক্তি ও গণমাধ্যমের ওপর বৃটিশ নিষেধাজ্ঞা

পুতিনের পক্ষে প্রচারণা চালানো ব্যক্তি ও গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বৃটিশ কর্তৃপক্ষ - ছবি : সংগৃহীত

রাশিয়ায় পুতিনের পক্ষে প্রচারণা চালানো ব্যক্তি ও গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বৃটিশ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

রুশ গণমাধ্যম ও গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বৃটেন। মূলত, রাশিয়ায় পুতিনের পক্ষে প্রচারণা চালানো বিভিন্ন ব্যক্তি ও গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে বৃটিশ কর্তৃপক্ষ। পুতিনের পক্ষে কাজ করছে এমন ১৪ ব্যক্তি ও গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াই এ নিষেধাজ্ঞার লক্ষ্য। নিষেধাজ্ঞার আওতায় আছে সের্গেই ব্রিলেভ ও রাশিয়ান কর্তৃপক্ষের অর্থায়নে পরিচালিত নভোস্তি টিভি। এর আগে ইউক্রেনে আক্রমণ চালানোর পর রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, রাশিয়া বিশ্বকে যে ভুল তথ্য দিচ্ছে তা থেকে বাঁচাতে সাহায্য করছে বিৃটেন। নতুন নিষেধাজ্ঞাগুলো আরোপ করার ফলে পুতিনের পক্ষে অপপ্রচার চালানো ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবেন।

তিনি বলেন, রাশিয়ার ওপর আমরা আরো নিষেধাজ্ঞা আরোপ করব। যাতে করে রাশিয়ার ওপর চাপ বাড়ে এবং ইউক্রেনে পুতিনের হার নিশ্চিত হয়।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement