১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


মারিউপোলে রাশিয়ার তীব্র হামলার মধ্যেও অক্ষত রইল মসজিদ

মারিউপোল শহরের কানুনি সুলতান সুলেমান মসজিদ - ছবি : সংগৃহীত

ইউক্রেনের মারিউপোল শহরে রাশিয়ান সেনাদের তীব্র হামলার মধ্যেও মসজিদ অক্ষত রয়েছে। মারিউপোল শহরের এ মসজিদটি তুরস্কের নাগরিকদের অর্থায়নে নির্মিত। শনিবার এ মসজিদ সমিতির (কমিটি) প্রধান জানিয়েছেন, মারিউপোল শহরের চারপাশে ও ভিতরে লড়াই চললেও মসজিদটি অক্ষত আছে।

ইউক্রেনের মারিউপোল শহরের কানুনি সুলতান সুলেমান মসজিদ সমিতির (কমিটি) প্রধান ইসমাইল হাসিওগলু বলেন, মারিউপোল শহরের আশেপাশে যে এলাকাটি মসজিদ থেকে মাত্র দু’কি.মি. দূরে সেখানে লড়াই চলছে। কিন্তু, আমাদের মসজিদটি অক্ষত আছে।

ওই মসজিদ সমিতির (কমিটি) প্রধান আরো বলেন, রুশ সেনাবাহিনী সমগ্র মারিউপোল শহর ঘিরে ফেলেছে। তারা এ শহরটির কেন্দ্রস্থলে গোলাবর্ষণ করছে ও গুলি চালিয়ে যাচ্ছে। এখন এখানকার লোকদের জরুরি মানবিক সহায়তা দরকার। যারা এ শহরে আছেন তাদের জন্য পানি ও খাবার দরকার।

তিনি আরো বলেন, এ মসজিদের সাত শ‘ মিটার দূরে রকেট হামলা হয়েছে। কিন্তু, তাতে মসজিদের কোনো ক্ষতি হয়নি।

সূত্র : ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement