২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


লাখ লাখ ইউক্রেনিয়ান আশ্রয় নিচ্ছেন পাশের দেশগুলোয়

লাখ লাখ ইউক্রেনিয়ান আশ্রয় নিচ্ছেন পাশের দেশগুলোয় - ছবি : সংগৃহীত

রাশিয়ার ইউক্রেন দখল সময়ের অপেক্ষা মাত্র। ইতোমধ্যেই রাজধানী কিয়েভ ঘেরাও করে ফেলেছে রুশ সেনা। যুদ্ধ পরিস্থিতিতে ফের একবার শরণার্থী সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসঙ্ঘ।

ইউক্রেন থেকে বহু মানুষ পালিয়ে যেতে চাইছেন বলে খবর, তারা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সীমান্তে এসে জড়ো হচ্ছেন।

জাতিসঙ্ঘের তরফে জানানো হয়েছে, হাজার হাজার ইউক্রেনিয়ান যাদের বেশিরভাগ নারী ও শিশু সীমান্ত পেরিয়ে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়ায় ঢুকে পড়েছে। যে সব পুরুষদের লড়াই করার বয়স, তাদের দেশে থেকে যেতে বলা হয়েছে বলে খবর।

জাতিসঙ্ঘের শরাণার্থী বিভাগের তরফে জানানো হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ৫০ হাজারের বেশি ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালিয়েছেন। সীমান্তে তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে সামান্য ব্যাগ-পত্র নিয়ে শিশুদের হাত ধরে দেশ ছাড়ছেন নারীরা।

সীমান্তে সে এক বেদনাদায়ক দৃশ্য। প্রিয়জনদের চোখের পানিতে বিদায় জানাতে হচ্ছে ইউক্রেনবাসীদের।

এভা নামের এক ৪৪ বছর বয়সী নারী বলেন, রাশিয়া পুরো দেশটাই দখল করবে বলে আমাদের ভয়। আমাদের আশঙ্কা, আমাদের পুরুষদের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। এভার মতোই চোখের পানি ফেলতে ফেলতে বহু নারী দেশ ছাড়ছেন। যুদ্ধ মানেই তো সাধারণ মানুষের দুর্গতি।


আরো সংবাদ



premium cement