১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ছেলের নাম ভ্লাদিমির পুতিন রাখা যাবে না?

ভ্লাদিমির পুতিন - ছবি : সংগৃহীত

পছন্দের ব্যক্তিত্বের নামে অনেকেই সন্তানের নাম রাখতে চান। শুধু খেলা, রাজনীতি, শিল্প বা সাহিত্য-জগতের বিশিষ্টদের নামেই নয়, বিশেষ মতাদর্শের নামেও অনেকে ছেলেমেয়ের নাম রাখতে পছন্দ করেন।

সম্প্রতি ভারতের তামিলনাড়ুতে এমন একটি পরিবারের সন্ধান মিলেছে, যেখানে কারো নাম সোশ্যালিজম, কারো আবার কমিউনিজম, লেনিনিজম, মার্কসিজম। সুইডেনের লাহোম শহরের এক দম্পতিও তাদের ছেলের নাম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে রাখতে চেয়েছিলেন। কিন্তু সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে, রাখা যাবে না।

সুইডেনে ইচ্ছে মতো সন্তানের নাম রাখার নিয়ম নেই। চাই সরকারি অনুমোদন। পছন্দ মতো একটি নাম বেছে কর দফতরের কাছে আবেদন করতে হয়। তারা ছাড়পত্র দিলে তবেই ওই নাম রাখা যায়। নিয়ম হলো, ‘আপত্তিকর’ বা ভবিষ্যতে অন্যের সমস্যার কারণ হয়ে উঠতে পারে, এমন নাম রাখা যাবে না। অতীতেও নানা কারণ দেখিয়ে ‘ফোর্ড’, ‘আল্লাহ’, ‘মাইকেল জ্যাকসন’, ‘টোকেন’, ‘কিউ’ ইত্যাদি নামের আবদার বাতিল করেছে সুইডিশ প্রশাসন। কিন্তু ‘ভ্লাদিমির পুতিন’ নামটি কেন রাখা যাবে না, সে ব্যাপারে লাহোমের ওই দম্পতিকে কোনো স্পষ্ট জবাব দেয়নি সুইডেনের কর দফতর।

সরকারি তথ্য বলছে, সুইডেনে মোট ১ হাজার ৪১৩ জনের নাম ভ্লাদিমির। কিন্তু তাদের মধ্যে কতজনের পদবি পুতিন, তা স্পষ্ট করে বলা নেই। শুধু লেখা, ‘দু’জনের কম’। যা নিয়ে বিভ্রান্তিও ছড়িয়েছে।

তবে নাম বাতিল হলেও আবার নতুন করে আবেদন করতে পারেন ওই দম্পতি। ২০১৭ সালেই এক দম্পতির মেয়ের নাম ‘মেটালিকা’ রাখার আবদার খারিজ করে দিয়েছিল কর দফতর। যদিও পুনরায় আবেদনের ভিত্তিতে ওই নামে অনুমোদন দেয় সুইডিশ প্রশাসন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল