২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


দর্শনার্থীদের সামনে বাঘের হাতে নিহত চিড়িয়াখানার কর্মী

- ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের জুরিখে একটি চিড়িয়াখানায় সাইবেরিয়ান একটি বাঘ দর্শনার্থীদের সামনে ওই চিড়িয়াখানার একজন নারী কর্মীকে আক্রমণ করে তাকে হত্যা করেছে।

অন্যান্য কর্মীরা তাকে বাঁচাতে ছুটে গিয়ে বাঘটিকে খাঁচা থেকে বের করে নিয়ে আসে, কিন্তু তারপরেও ৫৫ বছর বয়সী ওই নারী কর্মীকে বাঁচানো সম্ভব হয়নি।

শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।

ওই কর্মী কেন বাঘের খাঁচার ভেতরে গিয়েছিলেন সেবিষয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

জুরিখ পুলিশের একজন মুখপাত্র বলেছেন, “দুঃখজনকভাবে তাকে উদ্ধারের কাজে বিলম্ব হয়েছিল।”

ইরিনা নামের এই বাঘটির জন্ম ডেনমার্কের একটি চিড়িয়াখানায়, ২০১৫ সালে। গত বছর তাকে জুরিখে নিয়ে আসা হয়। চিড়িয়াখানাটি আজ রোববার বন্ধ রাখা হয়েছে।

এর আগে ২০১৯ সালেও এই চিড়িয়াখানার একটি কুমির একজন কর্মীর হাত কামড়ে দিয়েছিল। বিবিসি


আরো সংবাদ



premium cement