২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


স্লোভাকিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট হলেন জুজানা

জুজানা কাপুতোভা - ছবি : সংগৃহীত

মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সরকারের সমালোচক ও দুর্নীতিবিরোধী প্রচারক জুজানা কাপুতোভা। পেশায় আইনজীবী জুজানা দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও শনিবারের নির্বাচনে তিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন।

স্লোভাকিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ৯০ ভাগ কেন্দ্রের ফল প্রকাশিত হয়েছে। সেই ফল পর্যালোচনা করে দেখা যায়, জুজানা ইতিহাস গড়ে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। পরিবেশবিষয়ক এই আইনজীবীর পক্ষে পড়েছে মোট ভোটের ৫৮ শতাংশ। প্রেসিডেন্ট নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিষয়ক কমিশনার মারোস সেভকোভিচ। তিনি পেয়েছেন ৪২ শতাংশ ভোট।

জুজানা কাপুতোভার রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকলেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পক্ষে প্রচারণা চালিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। গত বছর দেশটিতে এক অনুসন্ধানী সাংবাদিক নিহত হওয়ার পর যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো তার। সেই বিক্ষোভই তাকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে সহায়তা করেছে।

 ভোট গণনা শুরু হওয়ার সাথে সাথেই তিনি এক ফেসবুক পোস্টে বলেন, ‘কোনো চিন্তা করবেন না, সবকিছু ঠিকই থাকবে।’ কাপুতোভার ‘শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক স্লোগানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি বলেন, তার এই প্রচারণার মাধ্যমে মানবতাবাদ, সংহতি ও সত্য কতটা প্রয়োজন বর্তমান সমাজে তাই বোঝানো হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন সার-এসডি দলের মারোস সেফকোভিচ ঝানু রাজনীতিবিদ। বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেজ কিস্কা এবারের নির্বাচন থেকে সরে যাওয়াতে তিনি প্রেসিডেন্ট পদের দলীয়ভাবে মনোনীত হন। ৫২ বছর বয়সী সেভকোভিচ কাপুতোভাকে অভিনন্দন জানিয়ে তাকে ফুল পাঠাবেন বলে জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
ফের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা কেএনএফের তৎপরতার প্রতিবাদে বান্দবানে মানববন্ধন তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা ও অগ্নিসংযোগ মিরপুরে ব্যাটারি চালিত রিক্সাচালক ও পুলিশ সংঘর্ষ : আহত অর্ধশত লজ্জাহীনতার বার্তা শিশুদের মনে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার গুরুতর আঞ্চলিক সঙ্কটে পরিণত হয়েছে রোহিঙ্গা সমস্যা : পররাষ্ট্রমন্ত্রী

সকল