২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


মন্ত্রিসভার বৈঠকের প্রতিবাদে বার্সেলোনায় বিক্ষোভ, সড়ক অবরোধ 

স্বাধীনতাকামী কাতালোনিয়ানরা বিক্ষোভ করছেন। - ছবি: রয়টার্স

স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতাপন্থীরা সে অঞ্চলের বেশকিছু সড়ক অবরোধ করে রেখেছে। কাতালোনিয়ার রাজধানী বার্সালোনায় স্পেনের মন্ত্রিপরিষদের সভার আগে স্বাধীনতাপন্থীরা সড়ক অবরোধ করল। খবর বিবিসি ও আল-জাজিরা।

স্পেনের প্রধানমন্ত্রী প্রেড্রো সানচেজের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের প্রতিবাদে তারা এ অবরোধ করে। স্পেন সরকারের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক সাধারণত রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হয়ে থাকে।

বিকেন্দ্রিকরণের অংশ হিসেবে প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ মন্ত্রিসভার বৈঠকটি বার্সালোনায় করছেন।

গত বছর কাতালোনিয়া স্বাধীনতার দাবিতে গণভোট অনুষ্ঠিত হয়। এতে অধিকাংশ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেন। তবে সরকার স্বাধীনতাকামীদেরকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে, শত শত প্রতিবাদকারী শহরের সড়ক অবরোধ করে রাখছেন। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, প্রতিবাদকারীরা পুলিশের দিকে বোতল ছুড়ে মারছেন।

মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বার্সালোনার কেন্দ্রস্থলে। বৈঠকের স্থানটি বাইরে থেকে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। এছাড়া প্রতিবাদকারীদের অদূরেই দাঙ্গা পুলিশ মোতায়েন করা রয়েছে।


আরো সংবাদ



premium cement