১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


রাশিয়ায় দেশব্যাপী বিক্ষোভের ডাক

রাশিয়ায় দেশব্যাপী বিক্ষোভের ডাক - সংগৃহীত

রাশিয়ায় রোববার আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন ক্রেমলিন সমর্থিত প্রার্থীদের নিয়ন্ত্রণে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে অজনপ্রিয় পেনশন ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে কারারুদ্ধ বিরোধী নেতা দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন।

আঞ্চলিক এ ভোটাভুটিতে সবচেয়ে বড় পদ মস্কোর মেয়র নির্বাচনে ক্রেমলিন সমর্থিত সার্গেই সবিয়ানিনের জন্যে প্রধান বিরোধী প্রার্থীদেরকে ভোট থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

পুতিন সমর্থিত সবিয়ানিনকে পরবর্তি মেয়াদে মস্কোর মেয়র পদে বসানোর জন্য ভোটের বৈধতা ও অংশ্রগহণমূলক বুঝাতে ভোট কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ ও খাবারের মেলার আয়োজন করা হয়েছে।

এদিকে বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি পেনশন ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন। এর আগের অবৈধ বিক্ষোভের দায়ে তিনি বর্তমানে এক মাসের কারাভোগ করছেন।

রাশিয়ানরা রোববারের এ আঞ্চলিক নির্বাচনে বিভিন্ন অঞ্চলে তাদের গভর্ণর, স্থানীয় আইন প্রণেতাসহ অন্যান্য কর্মকর্তাদের নির্বাচিত করবেন।


আরো সংবাদ



premium cement