১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


বেলজিয়ামে বন্দুকধারীর হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত

বেলজিয়ামের হামলার পর পুলিশের তৎপরতা -

বেলজিয়ামের পূর্বাঞ্চলের লিজে শহরে বন্দুকধারীর গুলিতে দুইজন নারী পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে এক পথচারী রয়েছেন। পরে গুলি চালিয়ে বন্দুকধারীকে হত্যা করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার এ গোলাগুলির ঘটনা ঘটেছে। এএফপি, বিবিসি

বেলজিয়ামের স্থানীয় দৈনিক লা লিব্রে বেলজিক পুলিশের বরাত দিয়ে বলেছে, হামলার সময় বন্দুকধারীকে আল্লাহু আকবার বলে চিৎকার করতে দেখা যায়। হামলাকারীর সন্ত্রাসবাদের উদ্দেশ্য থাকতে পারে বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন।

লা লিব্রে বেলজিক পত্রিকাটি আরো বলেছে, ওই বন্দুকধারী এক নারীকে জিম্মি করে হামলা চালায়। বেলজিয়ামের ন্যাশনাল অ্যান্টি টেরোরিস্ট ক্রাইসিস সেন্টার এ ঘটনা পর্যবেক্ষণ করছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান জ্যাম্বোনে এক টুইট বার্তায় এ কথা জানান।

স্থানীয় পত্রিকার বরাতে এএফপি বলছে, গোলাগুলিতে পুলিশের আরো দুই কর্মকর্তা আহত হয়েছেন। লিজের সরকারি প্রসিকিউটরের কার্যালয়ের এক মুখপাত্র গুলিতে দুই পুলিশ কর্মকর্তার প্রাণহানির তথ্য নিশ্চিত করলেও অন্যদের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি।

বেলজিয়ামের সংবাদমাধ্যম আরটিবিএফ বলছে, ওই বন্দুকধারী মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এরপর বেশ কিছুদিন ছিলেন। কারাগারেই তিনি সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।


আরো সংবাদ



premium cement
নির্বাচনী শোভাযাত্রায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত ‘লাজুক’ স্বভাবের ভেলুপিল্লাই প্রভাকরণ যেভাবে শক্তিশালী গেরিলা বাহিনী গড়ে তুলেছিলেন যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত কিছু অভিবাসীকে দ্রুত বহিষ্কার করতে চায় হামলা জোরদার করতে পারে রাশিয়া : জেলেনস্কি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, শিশুসহ নিহত ২ ভৈরবে র‍্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, ৩০ মোটরসাইকেল জব্দ দুর্ভিক্ষের কারণে সুদানে মানবিক সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো বিদেশী সামরিক উপস্থিতি মানব না : হামাস ৩ লাশ উদ্ধারের নেতানিয়াহুর দাবিতে সন্তুষ্ট নয় ইসরাইলিরা কিডনির ‘নীরব ঘাতক’ উচ্চ রক্তচাপ!

সকল