১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বাংলা সিনেমায় যেভাবে আলোচনায় দুই বিদেশিনী

-

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ২০২৩ ও ২০২৪-এর আলোচিত ব্যবসায় সফল দুই সিনেমা। দু’টি সিনেমাই প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। প্রিয়তমা দিয়ে যেমন সিনেমাতে অভিষেক হয়েছে কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালের, ঠিক তেমনি রাজকুমার সিনেমা দিয়েও সিনেমাতে অভিষেক হয়েছে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফির। প্রিয়তমা ও রাজকুমার দু’টি সিনেমাই পরিচালনা করেছেন হিমেল আশরাফ। দু’টি সিনেমাতেই দুই নায়িকার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খান। গত বছর কোরবানির ঈদে মুক্তি পায় শাকিব খান ও ইধিকা পাল অভিনীত প্রিয়তমা সিনেমাটি। এই সিনেমার গান, গল্প এবং সিনেমাতে শাকিব খান ও ইধিকা পালের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে। দেশে বিদেশে সিনেমাটি নিয়ে হইচই পড়ে যায়। সাম্প্রতিককালের সবচেয়ে ব্যবসায় সফল সিনেমাতে পরিণত হয় প্রিয়তমা। সিনেমাটি দিয়ে শাকিব খানের যেমন কামব্যাক ছিল। ঠিক তেমনি বাংলা ভাষাভাষী দর্শকের কাছে প্রিয়তমা ইধিকা পালও যেন প্রিয় একজন অভিনেত্রীতে পরিণত হন। সিনেমা মুক্তির কিছু দিন পর ইধিকা পাল ঢাকায় এসেছিলেন তার মাকে সাথে নিয়ে।

রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে ইধিকা প্রিয়তমা উপভোগ করেন। বাংলাদেশের দর্শকের কাছে ইধিকা বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে। ইধিকা পাল বলেন, ‘আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করি এখনো ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন স্যারের ছেলে আরশাদ আদনান ভাইয়ের প্রতি। কারণ তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত প্রিয়তমা সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়েই সিনেমাতে আমার অভিষেক হলো এবং আমার প্রথম সিনেমা এতটাই ব্যবসায় সফল হলো যে, বাংলা ভাষাভাষী সব দর্শক আমাকে এক নামে চেনে। যখন যেখানে যাচ্ছি- আমাকে প্রিয়তমা বলেই অভিহিত করছেন। একজন শিল্পী হিসেবে এটি অনেক বড় প্রাপ্তি। আন্তরিক কৃতজ্ঞতা সিনেমায় আমার হিরো শাকিব খান, পরিচালক হিমেল আশরাফসহ পুরো টিমকে। কৃতজ্ঞতা সব দর্শকের প্রতি। প্রিয়তমার রেশ কিন্তু এখনা রয়ে গেছে, হয়তো আজীবন এই রেশ রয়ে যাবে। এরই মধ্যে রাজকুমারও মুক্তি পেলো। রাজকুমারও ভালো ব্যবসায় করছে। দর্শক প্রবল আগ্রহ নিয়ে দেখছে, এটিও অনেক আনন্দের, ভালো লাগার।’ প্রযোজক আরশাদ আদনান জানান, ইধিকা পালকে নিয়ে আরো একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে। সময় হলেই তিনি তা জানান দেবেন। এদিকে রাজকুমার সিনেমার নায়িকা কোর্টনি কফি অনায়াসে এরই মধ্যে স্বীকার করেছেন যে, রাজকুমার সিনেমা দিয়ে এখন পুরো বাংলাদেশ তাকে চিনে। কোর্টনি কফি এক ভিডিও বার্তায় বলেন, ‘রাজকুমার সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশের দর্শক আমার নাম জেনেছে, বিষয়টি আমাকে গর্বিত করেছে।’ গত ঈদে ১২৫টি সিনেমা হলে রাজুকমার মুক্তি পায়। এরই মধ্যে কানাডা, আমেরিকার ৭৫টি হলসহ বিশে^র দুই শতাধিক সিনেমা হলে চলছে রাজকুমার।


আরো সংবাদ



premium cement
দাগনভূঞায় অগ্নিদগ্ধ পরিবারের মাঝে জামায়াতের উদ্যোগে গৃহ নির্মাণ উদ্বোধন ২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখনো নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি : অনুসন্ধানে ৪০ দল ৫ দফা দাবিতে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির স্মারকলিপি গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন : বাইডেনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বগুড়ায় তীব্র লোড শেডিং, ২২ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ গণ-অর্থায়নের মাধ্যমে যেভাবে এভারেস্টের চূড়ায় বাবর আলী ৩২ দিনে ৮ বার বাড়ল স্বর্ণের দাম ইরানি প্রেসিডেন্ট ওই হেলিকপ্টারে ছিলেন না! সফলতার সাথে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি : মেয়র তাপস

সকল