১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ঈদের বিশেষ নাটক ‘আমরা বোকা না’

ঈদের বিশেষ নাটক ‘আমরা বোকা না’ -

আগামী ঈদে প্রচারের জন্য গাজীপুরের কালীগঞ্জের উলুখোলায় শুটিং চলছে মো: রবিউল সিকদার পরিচালিত বিশেষ নাটকের ‘আমরা বোকা না’ কাজ। নাটকটির গল্প রচনা করেছেন আহসান আলমগীর। এই নাটকে দুই ভার্সেটাইল অভিনেতা প্রাণ রায় ও আ খ ম হাসানের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছেন সুমাইয়া অর্পা। মো: রবিউল সিকদারের নির্দেশনায় এবারই প্রথম অর্পা অভিনয় করছেন। ২০২২ সালে মিফাতাহ আনানের পরিচালনায় একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ের দুনিয়ায় অর্পার অভিষেক। এরপর বেশ কয়েকজন গুণী পরিচালকের নাটকে তার অভিনয় করা হয়েছে। প্রীত দত্তের ‘বিয়ের ভয়’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন অর্পা। মো: রবিউল সিকদার বলেন, ‘আমরা বোকা না নাটকে রুবি চরিত্রে অভিনয় করছেন অর্পা। প্রাণ দাদা, হাসান ভাইয়ের মতো গুণী অভিনেতাদের সাথে সমানতালে অভিনয় করা অর্পার জন্য কঠিন। কিন্তু তার পরও অর্পার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমার নাটকে প্রাণ রায় দাদা, আখম হাসান ভাই ও সাজু খাদেম ভাই অভিনয় করছেন। তারা তিনজনই নাটকটিকে অন্যরকম উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তারমধ্যে অর্পা নিজেকে সম্পৃক্ত করে নিজের মেধা দিয়ে ভালোভাবে কাজটি করার চেষ্টা করছে। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ সুমাইয়া অর্পা বলেন, ‘মাত্র তো দু’বছর হলো অভিনয়ের দুনিয়ায় আমার পথচলা। এর মধ্যে কিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেছি, দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়াও পেয়েছি।


আরো সংবাদ



premium cement
অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ

সকল