০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সাত পর্বের ধারাবাহিকে শিশির-চমক

-

সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন শিশির আহমেদ ও চমক তারা। এরই মধ্যে কুয়াকাটায় এই ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। গল্পের প্রয়োজনেই মূলত সাত পর্বের ধারাবাহিকের ‘গেম’ শুটিং চলছে কুয়াকাটায়। আয়েশা সিদ্দিকা শান্তার চিত্রনাট্যে মোক্তাদির ইবনে ছালামের পরিচালনায় গল্পের কেন্দ্রীয় দু’টি চরিত্রে অভিনয় করছেন শিশির ও চমক তারা। শিশির বলেন, ‘গেম ধারাবাহিকের গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে কারণে কুয়াকাটায় এসে অনেক কষ্ট করে আমরা কাজটি করছি। আর চমক তারার সাথে এর আগেও কাজ করেছি। বেশ সহযোগিতাপরায়ণ চমক। আমি আশাবাদী গেম নিয়ে।’ চমক তারা বলেন, ‘কিছু দিন আগেও নাটকের শুটিংয়ে কুয়াকাটায় এসেছিলাম। আবারো এলাম। কুয়াকাটা আমার ভীষণ পছন্দের স্থান। আর পছন্দের স্থানে শুটিং করতে এলে ভালোলাগাটা আরো বেড়ে যায়।


আরো সংবাদ



premium cement