২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাষ্ট্রপতির সাথে শাহীন ও তারিনের সৌজন্য সাক্ষাৎ

-

বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নন্দিত অভিনেত্রী তারিন জাহান ও তার বোন শাহীন জাহান। শাহীন জাহান দীর্ঘ ৩০ বছর পর দেশে ফিরেছেন কিছু দিন আগে। দেশে ফিরে দীর্ঘদিন যাদের সাথে দেখা নেই, কথা নেই তাদের সাথে তিনি দেখার করার চেষ্টা করছেন। অর্থাৎ যে কয়টা দিন দেশে আছেন পুরো সময়টাকে তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন। এরই মধ্যে তিনি গত সপ্তাহে তার মাসহ পুরো পরিবারকে নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতও ঘুরে এসেছেন। ঘুরে এসে এরই মধ্যে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎও করেছেন। এ সময় তার সাথে তার ছোটবোন তারিন জাহানও ছিলেন। রাষ্ট্রপতির সাথে এর আগে তারিন জাহানের বহুবার দেখা হয়েছে, কথা হয়েছে। রাষ্ট্রপতি তারিনকে ভীষণ স্নেহ করেন। কিছু দিন আগে তারিনের বাবার মৃত্যুবার্ষিকী ছিল। সেদিনও রাষ্ট্রপতি তারিনদের পরিবারের খোঁজ নিয়েছেন। একজন রাষ্ট্রপতি হয়েও তার মধ্যে যে অতি সাধারণতা তাই যেন সবাইকে মুগ্ধ করে সবসময়। শাহীন জাহানেরও ইচ্ছে ছিল রাষ্ট্রপতির সাথে দেখা করার। সেই সুযোগটিও হলো তারিন জাহানেরই কারণে। শাহীন জাহান বলেন, ‘দীর্ঘ ৩০ বছর পর ঢাকায় এসে অনেক কিছুরই পরিবর্তন দেখেছি। তিনটি দশকে অনেক পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশ অনেক উন্নত হয়েছে। বিস্ময়ের চোখে তা উপভোগ করেছি। তবে যে মানুষটিকে দেখার জন্য বারবার বাংলাদেশে আসতে চেয়েছিলাম, সেই আমার প্রিয় বাবাকেই দেখা হলো না। ভীষণ কষ্ট পেয়েছি দেশের মাটিতে পা রেখে। দেশে তো এলাম, কিন্তু বাবার সাথে দেখা হলো না। তার সাথে দেখা হলো আজিমপুরে কবরস্থানে। আল্লাহ বাবাকে বেহেশত নসিব করুন, আমিন। এরই মধ্যে আমাদের দেশের রাষ্ট্রপতির সাথে দেখা হয়েছে। বলা যায় এটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন। আমার বিশ^াসই হচ্ছে না যে, আমি রাষ্ট্রপতির সাথে দেখা করতে পেরেছি। একজন রাষ্ট্রপতি তিনি। অথচ কী বিনয় তার মধ্যে। তার আন্তরিকতায় মুগ্ধ হয়েছি আমি। যখন আমি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলাম তখন তিনি আমাকে বাবার ¯েœহ দিয়ে আগলে নিলেন। এই মুহূর্তটি আমি কোনোদিন ভুলব না। দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় আদরের ছোট বোন তারিনকে।’


আরো সংবাদ



premium cement