০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৯ জিলকদ ১৪৪৪
`

ইমরানের নতুন তিন গান

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল এই মুহূর্তে লন্ডনে আছেন। সেখানে এরই মধ্যে একটি স্টেজ শোতে পারফর্ম করে দর্শকের মনে মুগ্ধতার রেশ ছড়িয়ে দিয়েছেন। আর এরই মধ্যে ইমরান তার ভক্ত দর্শকের জন্য নতুন তিনটি গান নিয়ে এলেন। গান তিনটি হচ্ছে ‘মেঘের নৌকা’, ‘মন ময়ূরী’ ও ‘একাকী’। এর মধ্যে মেঘের নৌকা ও মন ময়ূরী গান দু’টি ইউটিউবে প্রকাশিত হয়েছে। ‘মেঘের নৌকা’ গানটি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার। যে পরিচালকের ‘বিশ^সুন্দরী’ সিনেমায় এর আগে গান সুর করে ও গান গেয়ে ইমরান প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। মেঘের নৌকা গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল নিজেই। আবার মন ময়ূরী গানটি সংগ্রহ এবং গানটিতে আরো সম্পৃক্ত হয়েছেন মঞ্জু মান আরা। গানটির সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার আলম মার্সেল। একাকী গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন দোলান মৈনাক্ক। প্রথম দু’টি গানে তার সহশিল্পী কোনাল। তিনটি গান প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘সিনেমার গানটির কথা দারুণ। আসিফ ইকবাল ভাইয়ের গানের কথার প্রতি শ্রোতা দর্শকের ভালোলাগা রয়েছে। আমি চেষ্টা করেছি মনের মতো গানটির সুর সঙ্গীত করতে। আমি আর কোনাল ভীষণ ভালোলাগা নিয়ে গানটি গেয়েছি। আর মন ময়ূরী গানটিও এক কথায় অসাধারণ। কলকাতার গানটি ডাল বাটি চুরমা সিনেমার গান। এই গানটি শিগগিরই প্রকাশ পাবে।


আরো সংবাদ


premium cement
মুসলিম হওয়ায় সৌদি আরবকে বেছে নেয়ার দাবি বেনজেমার শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই- নূরুল ইসলাম বুলবুল আইনমন্ত্রীর কথায় ১৫ বছরের দমন নিপীড়ন প্রমাণিত হয়েছে : রিজভী ইউরোপে আশ্রয়ের পথে বাংলাদেশীদের সামনে আরো বাধা ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫ ইসলামী আন্দোলনের কর্মীদের কোনো পরাজয় নেই : আব্দুল হালিম আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু রাজধানীতে ঝুম বৃষ্টি গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ সড়কের উন্নয়নে কাটা হচ্ছে সহস্রাধিক গাছ, হুমকির মুখে পরিবেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে সরকারের পাওনা বেড়েছে ৬৩,৫৯২ কোটি টাকা

সকল