২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬
`

দেবযানীর প্রাপ্তিতে বাবা-মায়ের উচ্ছ্বাস

-

সিলেটের দম্পতি অঞ্জন সরকার ও শ্রীমতি মল্লিকা দেবীর প্রথম সন্তান দেবযানী সরকার মৌন কিছু দিন আগে অনুষ্ঠিত হওয়া ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১’-এ জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের ‘ক’ শাখায় ছড়াগানে দ্বিতীয় স্থান অধিকার করেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিযোগিতায় অসংখ্য অংশগ্রহণকারীকে পেছনে ফেলে দেবযানী সরকার মৌন এই স্থান অর্জন করে। গত ২৯ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা. এমপি ও সচিব মো: হাসানুজ্জামান কল্লোল স্বাক্ষরিত সার্টিফিকেট ও মেডেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুুল হামিদের প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি থাকার মধ্য দিয়ে মৌনর হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। মৌনর বাবা ও মা সন্তানের এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত। অঞ্জন-মল্লিøকা বলেন, ‘ছোটবেলা থেকেই গানের প্রতি দেবযানীর প্রবল আকর্ষণ। যে কারণে ছোটবেলা থেকেই তাকে গানের ওস্তাদ রেখে গানের তালিম দেয়া হচ্ছে। এখনো তাকে তালিম দেয়া হয় নিয়মিত। গানকে ঘিরে তার স্বপ্ন এই বয়সে যা আছে তা দেখে আমরা নিজেরাই অবাক হই। বয়স বাড়ার সাথে সাথে তার মধ্যে যখন আরো জীবনকে বুঝতে পারার উপলব্ধি বাড়বে তখন হয়তো গানের প্রতি আরাধনা তার আরো বাড়বে। তখন হয়তো আরো ভালো করবে।


আরো সংবাদ



premium cement