০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


লাকি আখান্দের সুরে শেষ গান গাইলেন রন্টি

লাকি আখান্দের সুরে শেষ গান গাইলেন রন্টি -

বাংলাদেশের বরেণ্য সুরস্রষ্টা, সঙ্গীতশিল্পী (মরহুম) লাকি আখান্দের শেষ সুর করা গানটি গাওয়ার সৌভাগ্য হলো এই প্রজন্মের নন্দিত সঙ্গীতশিল্পী রন্টি দাসের। গানের শিরোনাম হলো- ‘আমি একা হলেই বুঝি’। গানের কথা লিখেছেন সেজান মাহমুদ, সঙ্গীতায়োজন করেছেন আশিকুজ্জামান টুলু। লাকি আখান্দ তার মৃত্যুর আগে এ গানের সুর করেছিলেন। মৃত্যুর কয়েক বছর পর হলেও সেই সুর রন্টির কণ্ঠের মধ্য দিয়ে শ্রোতাদের কাছে পৌঁছাবে। গানটি প্রসঙ্গে রন্টি দাস বলেন, ‘গানটি সব মিলিয়ে খুবই সুন্দর একটি গান। সত্যি বলতে কী, লাকি স্যারের সুর মানেই অন্য কিছু। আমি গানটি গেয়েছি বলেই যে বলছি এমনটি নয়। স্যারের করা প্রতিটি গানের সুরই অন্য রকম। একটি গানের সুরের সাথে আরেকটি গানের কোনোই মিল নেই। আমার পরম সৌভাগ্য যে, স্যারের সুর করা গান আমি গাইতে পেরেছি, স্যারের সুর আমার কণ্ঠে ধারণ করতে পেরেছি। যারা লাকি স্যারকে ভালোবাসেন, যারা তার সুরকে ভালোবাসেন তাদের কাছে এই গান অন্য রকম ভালোলাগার সৃষ্টি করবে বলে আমার বিশ^াস।


আরো সংবাদ



premium cement