২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

স্কুলের বেতন দিতে কষ্ট হতো আমির পরিবারের

স্কুলের বেতন দিতে কষ্ট হতো আমির পরিবারের -

আমিরের চার ভাইবোনের স্কুলের বেতন দিতে কষ্ট হতো আমির খানের বাবা-মায়ের। তারা ছিলেন ঋণগ্রস্ত। ভাইবোনদের মধ্যে সবচেয়ে বড় আমির খান। এখন আমিরকে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা হলেও অভাব-অনটনে কেটেছে তার ছোটবেলা। সেসব কথা চাইলেই ভোলা যায় না, ভোলেননি আমিরও।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় ফিরে গিয়েছিলেন ছোটবেলার দিনগুলোতে। সেই সাক্ষাৎকারে জানিয়েছেন, স্কুলে যেতেই ভয় পেতেন আমির। স্কুলের অধ্যক্ষ সবার সামনে তার নাম ধরে ডাকতেন আর মনে করিয়ে দিতেন, তার স্কুলের ফি বাকি রয়েছে। এখন স্কুলের বেতনের অর্থকে সামান্য মনে হয় আমিরের। কিন্তু তখন এটুকু জোগাড় করতেই ঘাম ছুটে যেত আমিরের বাবা-মায়ের। আমির জানান, আট বছর আমির ও তার পরিবার নানা রকমের আর্থিক কষ্টের মধ্য দিয়ে গেছেন। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমিরের স্কুলের বেতন ছিল ছয় রুপি। সপ্তম শ্রেণীতে ছিল সাত রুপি। সেটিই দিতে পারতেন না আমির ও তার ভাইবোনরা। ভারতীয় সংবাদমাধ্যমে আমির বলেন, ‘আমরা সব সময় দেরিতে বেতন দিতাম। সবার সামনে নাম ধরে ধরে ডাকা হতো আমাদের’।

 


আরো সংবাদ



premium cement