১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বিটিএসকে ঢাকায় আনতে চান স্বপন

বিটিএসকে ঢাকায় আনতে চান স্বপন -

বাংলাদেশে অনেক বড় বড় ইভেন্ট করেছেন স্বপন চৌধুরী। তার ইভেন্ট কোম্পানি অন্তর শোবিজ এর মাধ্যমেই এ দেশে এসেছিলেন শাহরুখ খান, আদনান সামীরা। সূত্র ধরেই দক্ষিণ কোরীয় বিখ্যাত ব্যান্ড বিটিএসকে বাংলাদেশে আনতে চান তিনি।
যদিও বিটিএসের ওয়ার্ল্ড ট্যুরের তালিকা ২০২৪ পর্যন্ত বুকড। অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, ‘আমরা অফিশিয়ালি যোগাযোগ করেছি। তাদের ম্যানেজারের সাথেও কথা হয়েছে। তিনি ২০২৩ সালের প্রথম ভাগে একটি সময় বের করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশে আমাদের কাজের পোর্টফোলিও দেখেছেন। এ দেশে বিটিএসের ক্রেজ সম্পর্কে জানার জন্যও সময় চেয়েছেন। এ বছরের শেষ দিকে তারিখ চূড়ান্ত হবে বলে আশা করছি আমরা।’
কয়েক বছর ধরেই বিটিএস নিয়ে বিশ্বজুড়ে তুমুল উত্তেজনা। তাদের নতুন গান মুক্তির পর শুরু হয়ে যায় রেকর্ড বই ঘাঁটাঘাঁটি। বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলো তাদের বিপণনের জন্য যাদের পেছনে ছোটে, তার নাম বিটিএস। সর্বোচ্চ বাজেটের কনসার্ট করে এই কোরিয়ান ব্যান্ড।
স্বপন চৌধুরী আরো বলেন, ‘আমি শাহরুখ খান, আদনান সামিসহ বিশ্বের অনেক বড় তারকাকে নিয়ে বাংলাদেশে ইভেন্ট করেছি। তাই আমি অথেনটিক জায়গায় কথা না বলে এই আশ্বাস দিচ্ছি না। বাংলাদেশের শ্রোতা-দর্শক এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন বিটিএসের পারফরম্যান্স দেখার জন্য। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করব।’
বিটিএস ২০১৩ সালের জুনে আত্মপ্রকাশ করে। তার পর কয়েক বছরের মধ্যে জনপ্রিয় ব্যান্ডে পরিণত হয়। সামাজিক প্রচারাভিযানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠে। ব্যান্ডটির লক্ষ্য ছিল বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়ন। তাদের ভক্ত সারা বিশ্বে। বর্তমানে এত ভক্ত আর কোনো ব্যান্ডের নেই। এ কারণে কোরীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থা তাদের ব্যাপক গুরুত্ব দেয়।


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল