২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হচ্ছে ‘মেঘদূত’

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হচ্ছে ‘মেঘদূত’ -

বাংলাদেশের গানের প্রাণের মানুষ, বাংলাদেশের গানের চিরসবুজ তারকা সঙ্গীতশিল্পী, বাংলাদেশের গানের অন্যতম একজন ধারক কুমার বিশ^জিৎ। এখনো তার গাওয়া নতুন গানের প্রতি শ্রোতা দর্শকের যেমন আগ্রহ রয়েছে, রয়েছে ভালোলাগা ভালোবাসা। ঠিক তেমনি স্টেজ শোতেও এখনো অনবদ্য তিনি। এখনো স্টেজশোগুলোতে তার গানে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে। শ্রোতা দর্শকের কথা ভেবেই কুমার বিশ^জিৎ তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘গান ছবি এন্টারটেইনমেন্ট’র জন্য ভালোবাসা দিবসে নিয়ে আসছেন নতুন গান ‘মেঘদূত’। গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন কামরুল হাসান ইমরান। এরই মধ্যে গানটির কিছু অংশের শুটিং হয়েছে আমেরিকায়। গতকাল দিনব্যাপী রাজধানীর উত্তরার একটি নতুন সিটিতে গানটির বাকি অংশের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। গানটি প্রসঙ্গে কুমার বিশ^জিৎ বলেন, ‘ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা দেশের সবাইকে। গানটি করা হয়েছে বেশ কিছু দিন আগে। কিন্তু করোনার কারণে মিউজিক ভিডিওর শুটিং করা হয়ে ওঠেনি। ভালোবাসা দিবস সামনে রেখেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটির কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আহমেদ রাজীব চট্টগ্রামের ছেলে। আমার বিশ^াস গানটি সবারই ভালো লাগবে।’ কুমার বিশ^জিৎ জানান, ‘ভালোবাসা দিবসের এক সপ্তাহ আগেই গানটি ইউটিউবে প্রকাশ পাবে।’ এ দিকে শিগগিরই প্রকাশ পাবে কুমার বিশ^জিতের আত্মজীবনীমূলক একটি বই। কুমার বিশ^জিতের এই বইটিতে জীবনের শৈশব, কৈশোর, চট্টগ্রাম শহর, গানের প্রতি ভালোবাসা, সাফল্য ও চার দশকের সঙ্গীত জীবন বইটিতে প্রকাশ পাবে। গত বছর জুন থেকে সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ার কুমার বিশ^জিতের এই আত্মজীবনীমূলক বইটি লেখা শুরু করেন। গেল ৮ জানুয়ারি কুমার বিশ^জিতের হাতে পাণ্ডুলিপি তুলে দেন জয় শাহরিয়ার। তবে কুমার বিশ^জিৎ জানান, আনুষ্ঠানিকভাবে বইটির নাম প্রকাশ করা হবে। এ দিকে কুমার বিশ^জিৎ, করোনার এই কালে শুটিং-এর বাইরে বাসাতেই আছেন। এরই মধ্যে টানা বেশ কিছু স্টেজ শোতে অংশ নিয়েছেন তিনি। তিনি আরো জানান, করোনার ঊর্ধ্বগতির কারণে বেশ কিছু স্টেজশো স্থগিত হয়েছে এরই মধ্যে। শিল্পীদের জন্য বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কষ্টের বলে জানান তিনি। এ কারণে স্টেজশো থেকেই মূলত শিল্পীদের রোজগারটা হয়। যে কারণে আবার শিল্পীরা একটা অনিশ্চিত সময়ের মধ্যে পড়ে যাচ্ছে।

 


আরো সংবাদ



premium cement
সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

সকল