০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


গীতিময় চিরদিনের গান নিয়ে তিন্নী

-

‘গীতিময় সেইদিন চিরদিন’, ‘তুমি আমার কত চেনা’, ‘তুমি যে আমার ওগো তুমি যে আমার’, ‘আগে যদি জানতাম’, ‘নিঝুমও সন্ধ্যায়’, ‘এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে’, ‘ওগো তোমার আকাশ দুটি চোখে’ কিংবা এমন আরো বহু গান রয়েছে যা বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে চিরদিনের ভালোলাগার গান। শিল্পীদের জীবদ্দশাতেই এমন অনেক গান যেমন কালজয়ী হয়ে ওঠে, আবার শিল্পীর প্রয়াণের পরও সেইসব গান চিরদিনের গান হয়ে শ্রোতা দর্শকের মাঝে রয়ে যায়। ঠিক এমনই কিছু কালজয়ী গান নিয়ে আজ সরাসরি উপস্থিত হচ্ছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কানিজ খাদিজা তিন্নী, যিনি গেল ১০ ডিসেম্বর এই প্রজন্মের শিল্পীদের মধ্যে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। আজ রাত ১১টা ২৫ মিনিটে আরটিভির ‘মিউজিক স্টেশন’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন তিন্নী। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন শিবলী জিয়া। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রসঙ্গে তিন্নী বলেন, ‘অবশ্যই ধন্যবাদ দিতে চাই আরটিভি কর্তৃপক্ষ এবং শিবলী জিয়া ভাইকে এমন জনপ্রিয় একটি সরাসরি অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য, গীতিময় সেই দিনগুলোর চিরদিনের গান গাইবার সুযোগ করে দেয়ার জন্য। আর সবসময় আমি শুকরিয়া আদায় করি যে নিজেকে একজন সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। আমার গুরুজীদের আশীর্বাদ যেমন আমার সাথে আছে, ঠিক তেমনি আমার বাবা-মায়ের দোয়াও আছে। যেহেতু এখনো পড়াশোনা করছি, কিন্তু তারপরও গানকেই পেশা হিসেবে নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চাই। শ্রোতা দর্শকের কাছে বিনীতভাবে অনুরোধ রইল আজকের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য।’ তিন্নী জানান, এরই মধ্যে তিনি স্টেজ শোতেও নিয়মিত হয়ে ওঠার চেষ্টা করছেন। গেল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জে নিজ জেলা শহরে তিনি একটি স্টেজ শো’তে পারফর্ম করেন। তিন্নীর সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ‘তোমাকে চাই’। এতে তার সহশিল্পী ছিলেন মিলন। গানটি লিখেছেন মামুন আফনান রুমী, সুর করেছেন মিলন এবং সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি। এরই মধ্যে চ্যানেল আইতে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানেও পারফর্ম করেছেন তিন্নী। বাংলাদেশ টেলিভিশনে ‘আধুনিক গান’-এর শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তিনি। এ ছাড়া করোনার লকডাউনের দিনগুলোতে প্রকাশিত হয় তিন্নীর গাওয়া ‘মেঘমালা’ গানটি।


আরো সংবাদ



premium cement