২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নাটকের চমক যেতে চান সিনেমায়

-

পটুয়াখালীর মেয়ে রুকাইয়া জাহান চমক। নতুন যারা অভিনয় করছেন টিভি নাটকে, পরিচালকরা তার মধ্যেই বেশি আগামীর সম্ভাবনা দেখছেন। আর তাই দিন দিন তাকে নিয়ে কাজ করার আগ্রহও বাড়ছে নির্মাতাদের। যে কারণে বলা যায় নতুনদের মধ্যে চমকের বেশ ব্যস্ততা রয়েছে। প্রায় প্রতিদিনই তাকে শুটিং করতে হচ্ছে কোনো না কোনো নাটকের। আজো তিনি ব্যস্ত আছেন রাশেদ রাহার নির্দেশনায় গাজীপুরে চ্যালেঞ্জ নাটকের শুটিংয়ে। ফিরে এসে আগামীকাল থেকে রাজধানীর উত্তরায় নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন তিনি। চমক মানিকগঞ্জের সরকারি মেডিক্যাল কলেজে ‘কর্নেল মালিক মেডিক্যাল কলেজ’ এমবিবিএস করেছেন। করোনাকালীন ইন্টার্নশিপ বন্ধ থাকার কারণে অভিনয়ে আগ্রহ ছিল বলেই রাফাত মজুমদার রিংকুর নির্দেশনায় প্রথম নাটকে অভিনয় করেন তৌসিফ মাহবুবের বিপরীতে ‘অলিভ ওয়েল’ নাটকে। পরবর্তীতে একই পরিচালকের ‘থার্ড লাভ’ নাটকে অভিনয় করেন তিনি। এরই মধ্যে তিনি নাজমুল রনির নির্দেশনায় অপূর্বর সাথে ‘লেটস চেঞ্জ’, ‘তোকে ভালোবাসি আমি’ ও ‘আমার ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন। শুরু করেছেন মাহমুদুর রহমান হিমির নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘হাউজ-৯৬’। এতেও তিনি অভিনয় করার সুযোগ পেয়েছেন আফরান নিশোর সাথে। রুবেল আনুশের নির্দেশনায় চমক ‘হায়দার’ নামক একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন এরই মধ্যে।
শুধু নাটকেই নয় রবি, প্রাণসহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ইশতিয়াক আহমেদ রুমেলের নির্দেশনায় ‘পাঞ্চি’ এবং সাখাওয়াত মানিকের নির্দেশনায় ‘ভাইরাল হাজব্যান্ড’ নাটকের কাজ এরই মধ্যে শেষ করেছেন চমক। বালাদেশের নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তি অভিত্রেী সুবর্ণা মুস্তাফা তার অভিনয়ের অনুপ্রেরণা। তার বাবা আবুল কালাম আজাদ ও মা সুলতানা জামান। তার একমাত্র ছোট ভাই রুবাই। অভিনয় নিয়ে চমকের স্বপ্ন প্রসঙ্গে চমক বলেন, ‘নাটকে অভিনয় করে করে নিজেকে অভিনয়ে দক্ষ করে তুলতে চাই। তারপর যদি ভালো গল্পের সিনেমায় কাজ করার প্রস্তাব আসে এবং চরিত্রও আমার ভালো লেগে যায়, তখন সিনেমায় কাজ করব। এটা অবশ্যই যে সিনেমায় কাজ করার আগ্রহ আছে আমার।’


আরো সংবাদ



premium cement