১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


আবারো ইমনের সুর সঙ্গীতে প্লে-ব্যাকে বাবু

-

ইমন সাহার সুর সঙ্গীতে আবারো প্লে-ব্যাক করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও সঙ্গীতশিল্পী ফজলুর রহমান বাবু। বন্ধন বিশ^াস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় বাবু আবারো প্লে-ব্যাক করলেন। গানের শিরোনাম ‘সুখ নাই এই ভুবনজুড়ে’। গানটি লিখেছেন বন্ধন বিশ^াস। নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় ইমন সাহার সুর সঙ্গীতে ফজলুর রহমান বাবু ‘আমার মাথায় যতো চুল, তার চেয়ে বেশি হইলো ভুল’ গানটির জন্য সুরকার হিসেবে এবং একই সিনেমার জন্য সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন কিংবদন্তি সুরস্রষ্টা, সঙ্গীত পরিচালক সত্য সাহার ছেলে ইমন সাহা। ২০১৬ সালের একই সেশনে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমাতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (পাশর্^ চরিত্র) হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন বাবু। সেই ইমনের সুর সঙ্গীতে আবারো প্লে-ব্যাক করা প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘ইমনের সঙ্গে সম্পর্কটা সত্য দা বেঁচে থাকাকালীন থেকেই, তখনো তার সুরকার হয়ে উঠা হয়নি। যে সম্পর্ককে আত্মার সম্পর্ক কিংবা আত্মীয়র সম্পর্ক বললে ভুল বলা হবে না। মেয়েটি এখন কোথায় যাবে সিনেমাতে যে গানটি গেয়েছিলাম, ইমনের ভাষ্যমতে আমি নাকি অনেক আবেগ দিয়ে, দরদ দিয়ে গেয়েছিলাম। এই গানের জন্য গীতিকার হিসেবে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার ভাইও পুরস্কৃত হয়েছিলেন। তো, সেই ইমনের সুরে আবারো প্লে-ব্যাক করেছি চমৎকার সুরের একটি গানে। ইমন সবসময়ই অসাধারণ সুর করে, আমার সম্পর্কে জানে বিধায় আমাকে নিয়ে সেভাবেই সুর করে। তার প্রতি আমার যেমন আত্মবিশ^াস আছে, আমার প্রতিও ঠিক তাই। ‘সুখ নাই এই ভুবনজুড়ে’ গানটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে।’


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে : প্রশ্ন কাদেরের ভালুকায় গাড়িচাপায় মিল শ্রমিক নিহত বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে অভিজ্ঞতা বিনিময়ের অনবদ্য প্লাটফর্ম নারী স্পিকারদের সামিট : স্পিকার কম সময়ে মস্তিষ্কের টিউমার শনাক্ত করতে সক্ষম এআই টুল! নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে আসছে বিসিবি ‘সুইজারল্যান্ড শান্তি’ সম্মেলনে চীনকে যোগ দেয়ার আহ্বান জেলেনস্কির রাশিয়া-ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে : ইরান আড়াইহাজারে ট্রাকচাপায় যুবকের মৃত্যু তালাকপ্রাপ্ত বাবা-মায়ের যৌথ হেফাজতে থাকতে পারবে সন্তান, জাপানে বিল পাস কালিহাতীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

সকল