২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফারহানা মিলির নৈঃশব্দের কান্না

-

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস উপলক্ষে বিশেষ নাটক নির্মিত হয়। তবে দুই ঈদে যে সংখ্যক নাটক নির্মিত হয় সেই তুলনায় এই বিশেষ জাতীয় দিবসগুলোতে নাটক নির্মাণের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়। সেখান থেকে যেসব নির্মাতার বিশেষ এই দিবসগুলোকে ঘিরে নাটক নির্মাণের আগ্রহ থাকে তারা চেষ্টা করেন ভালো গল্প নিয়ে নাটক নির্মাণ করতে। সেই ধারাবাহিকতায় আগামী বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচারের জন্য মমর রুবেলের রচনা ও চিত্রনাট্যে রনি খান নির্মাণ করতে যাচ্ছেন বিজয় দিবসের বিশেষ নাটক ‘নৈঃশব্দের কান্না’। নাটকটিতে অভিনয় করবেন দর্শকনন্দিত অভিনেত্রী ফারহানা মিলি। আগামী ৫ ও ৬ ডিসেম্বর পুরান ঢাকায় নাটকটির দৃশ্য ধারণের কাজ হবে বলে জানিয়েছেন ফারহানা মিলি। নাটকটিকে কেন অভিনয় করছেন? ফারহানা মিলি বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। যে কারণে বছরের বিশেষ দিবসগুলোতে বিশেষত বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবসের বিশেষ নাটকগুলোতে আমি কাজ করতে চাই। দেখা যায় চিত্রনাট্য অনেক ক্ষেত্রে দুর্বল থাকে, পরিচালকও নতুন থাকে। তারপরও আমি ভালোভাবে কাজটা করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকেই এসব বিশেষ দিবসের নাটকগুলোতে আমি কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি এবং আমার ভীষণ ভালোও লাগে কাজ করতে। সেই ভালোলাগা থেকেই আসলে ‘নৈঃশব্দের কান্না’ নাটকটিতে কাজ করতে যাচ্ছি।’ ফারহানা মিলি জানান, এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা শহীদুজ্জামান সেলিম। গত স্বাধীনতা দিবসেও ফারহানা মিলি বর্ণনাথের পরিচালনায় বিশেষ নাটক ‘জয়িতা’তে অভিনয় করেছিলেন। একজন শিল্পী হিসেবে ফারহানা মিলি বেশ সৌভাগ্যবান এ কারণেই যে দেশের জাতীয় এই বিশেষ বিশেষ দিবসগুলোতে তিনি বেশ ভালো গল্পের নাটকেই কাজ করার সুযোগ পেয়ে থাকেন। যে কারণে ফারহানা মিলি বিশেষ দিবসের এই নাটকগুলোতে কাজ করেও তৃপ্ত থাকেন। ফারহানা মিলি সবশেষ সঞ্জিত সরকারের নির্দেশনায় একটি ধারাবাহিক নাটকেও কাজ করেন।


আরো সংবাদ



premium cement