০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


দীঘির নতুন দুই সিনেমা

-

‘টুঙ্গিপাড়া’ মিয়া ভাই চিত্রনায়িকা দীঘি অভিনীত প্রথম সিনেমা। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় দীঘি অভিনয় করেছেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে। এরই মধ্যে সিনেমাটির কাজ শেষ হয়েছে বলে জানান দীঘি। ছোট্ট থেকে বড় হয়ে দীঘি প্রথম সিনেমাতেই বেগম ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াটাকে অনেক বড় পাওয়া হিসেবেই বিবেচনা করছেন। এই সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে দীঘি বলেন, ‘শুরুতেই অনেক ভয় লেগেছিল আমার যে আমি আদৌ চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো কি না। কিন্তু পরিচালক প্রযোজক আমার উপর আস্থা রেখেছিলেন। শুধু তাই নয়, পরিচালক এবং আমার বাবা খুব সহযোগিতা করেছেন। আমার বাবাও এই সিনেমায় কাজ করেছিলেন বিধায় বাবা আমার পাশে থেকে সহযোগিতা করতে পেরেছেন। বাবা পাশে বসে বসে আমাকে সংলাপ বুঝিয়ে দেয়া, কোন সংলাপ কিভাবে থ্রোয়িং করতে হবে সেটা বুঝিয়ে দিয়েছেন। পুরো ইউনিটই আমাকে ভীষণ সহযোগিতা করেছে। যে কারণে এতো বড় একটি চরিত্র আমি আমার সাধ্যমতো ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। কেমন হয়েছে সেটা বলতে পারব না, এটা দর্শকের বিবেচনার বা দর্শকের রায়ের অপেক্ষায় থাকতে হবে আমাকে।’ এ দিকে দীঘি জানান, আগামী মাসেই তিনি টানা নতুন দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। একটি দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’। এই সিনেমায় যদিও দীঘির বিপরীতে বাপ্পী চৌধুরী কাজ শুরু করেছিলেন।

 


আরো সংবাদ



premium cement