০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


পর্দার দর্শকপ্রিয় বাবা-মা

-

টিভি নাটকে এই সময়ে যে দু’জন অভিনয়শিল্পী বিশেষত বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তারা হচ্ছেন মাসুম বাশার ও মিলি বাশার। নাটকে যেমন তারা দু’জন বেশির ভাগ ক্ষেত্রেই স্বামী-স্ত্রী হিসেবে পর্দায় উপস্থিত হন বাস্তব জীবনেও তারা দু’জন সফল তারকাদম্পতি। ১৯৭৭ সালে একই সাথে নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এ তাদের পথচলা শুরু। এই দলের হয়ে দু’জন একসাথে মঞ্চনাটকে অভিনয় করেছেন সেলিম আল দীনের রচনায় ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘শকুন্তলা’, ‘মুনতাসির ফ্যান্টাসি’ ও অনুবাদ করা নাটক (প্রফেসর আবদুস সেলিমের অনুবাদ করা) হুমায়ূন কবির হিমুর নির্দেশনায় ‘আউয়ার কান্ট্রিস গুড’ নাটকে। ১৯৮২ সালের ৩০ জুলাই মাসুম বাশার ও মিলি বাশার বিয়ে বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে একেকসময় দেশের বাইরে চলে গেলেও ২০১২ সালে আবারো তারা একেবারেই দেশে ফিরে আসেন। সেই সময় বরেণ্য অভিনেতা, নির্মাতা আফজাল হোসেনের পরামর্শে এবং সহযোগিতায় মাসুম ও মিলি দু’জনে আবারো অভিনয়ের দুনিয়ায় নিজেদের একটু একটু করে ব্যস্ত করে তুলতে শুরু করেন। দীর্ঘ আট বছরের অক্লান্ত পরিশ্রমের পর এই সময়ে এসে তারা দু’জন টিভি নাটকে দর্শকপ্রিয় মা-বাবাতে পরিণত হয়েছেন। শুধু দর্শকেরই নয়, এই সময়ে যারা নিয়মিত নাটকে অভিনয় করছেন তাদের কাছেও ভীষণ প্রিয় মাসুম বাশার ও মিলি বাশার। সাম্প্রতিক সময়ে তারা দু’জন একসাথে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন সাফায়েত মনসুর রানা পরিচালিত ‘মধ্যনায়ক’ নাটকটিতে অভিনয় করে।


আরো সংবাদ



premium cement
প্রয়োজনে শুক্রবারও ক্লাস হবে : শিক্ষামন্ত্রী উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা কায়রোতে প্রতিনিধিদল পাঠানোর দাবি ইসরাইলের বিরোধীদলীয় নেতার পাথরঘাটায় ট্রলারের সাথে ট্রলারের থাক্কা, জেলে নিখোঁজ পশ্চিম তীরে ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী ব্রাজিলে ভয়াবহ বন্যা, নিরাপদ স্থানে সরানো হয়েছে ৭০ হাজার লোক ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে সুন্দরবনে আগুন : নেভানোর চেষ্টা চলছে, তবে সময় লাগবে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সকল