২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভিন্ন কারণে অপেক্ষায় মুনমুন

-

গেলো বছর ‘তুমি আছো হৃদয়ে’ খ্যাত পরিচালিক হাছিবুল ইসলাম মিজান মারা যান। আর তার মৃত্যুর কারণেই জনপ্রিয় নায়িকা মুনমুনের ‘পাগল প্রেম’ সিনেমার কাজ আটকে যায়। সিনেমাটির গল্প এবং এতে তার চরিত্রটি ছিল দর্শকের মন ছুঁয়ে যাওয়ারই মতো। কিন্তু কিছুদিন কাজ করার পরপরই হাছিবুল ইসলাম মিজান মারা যান। আর তাতে করেই মুনমুনের স্বপ্নের একটি সিনেমা নির্মাণের কাজ প্রায় বন্ধই হয়ে যায়। মুনমুন বলেন, ‘পাগল প্রেম সিনেমাটির গল্প এবং এতে আমার চরিত্র ভীষণ ভালো লাগার মতো ছিল। কিন্তু শ্রদ্ধেয় হাছিবুল ইসলাম মিজান ভাইয়ের হঠাৎ মৃত্যুতে এই সিনেমাটি নির্মাণকাজ প্রায় অনিশ্চিতই হয়ে গেল। আদৌ নির্মাণ আবার শুরু হবে কিনা কে জানে। তবে যেহেতু গল্পটা ভালো ছিল এবং কিছুদিন কাজ করেছি, আমার মনে হয় এর নির্মাণকাজটা শেষ করে দর্শকের সামেন নিয়ে আসা উচিত।’ এ দিকে মুনমুনের জন্মদিন ছিল ৩ জুলাই। আগের জন্মদিনগুলো বিশেষ আয়োজনের একটা ভাবনা মাথায় থাকলেও এবারের জন্মদিনে বিশেষ আয়োজনের কোনো ভাবনা ছিল না তার। কারণ করোনার কারণে সবাই যার যার ঘরে অবস্থান করেই নিজেদের নিরাপদে রাখছেন। ঠিক তেমনি মুনমুনও রাজধানীর আশুলিয়াতে নিজ বাসাতেই মা এবং নিজের সন্তানদের নিয়ে করোনার এই ক্রান্তিকালে সময় কাটাচ্ছেন। ‘এবারের পুরো সময়টাই পরিবারকে দিতে পারব সেটাই অনেক ভালোলাগার। আর এবারের জন্মদিনের বিশেষ কিছু রান্না আমাকেই করতে হয়েছে। আমার সাথে আম্মু ছিলেন। আমার সন্তানরা ছিল। সবাইকে নিয়ে দিনটি বিশেষভাবেই কাটিয়েছি। আর আমার ভক্ত-দর্শকের কাছে দোয়া চাই, যেন সুস্থ থাকি নিরাপদে থাকি, সবাই নিরাপদে থাকুন।’ ১৯৯৭ সালে এহতেশামের ‘মৌমাছি’ সিনেমায় মুনমুন প্রথম অভিনয় করেন। তবে পর্দায় অভিষেক হয় তার জীবন রহমানের ‘আজকের সন্ত্রাসী’ সিনেমার মধ্য দিয়ে। প্রায় ১০০ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। বিবেশ রায়ের নির্দেশনায় কাহিনীচিত্র ‘ধানের কাব্য’ তার অভিনয় জীবনের ব্যতিক্রমধর্মী একটি কাজ। মুনমুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মেঘকন্যা’। তার সর্বশেষ দর্শকপ্রিয় সিনেমা দেলেয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘৫২ থেকে ৭১’ এবং ড্যানি সিডাক পরিচালিত ‘কাসার থালায় রূপালী চাঁদ’। মুনমুন শেষ করেছেন মিজানুর রহমানের ‘রাগী’ ও ‘তোলপাড়’ সিনেমার কাজ। এতে তিনি মহারানী ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় জীবনের দীর্ঘ দিনের পথচলায় তিনি অভিনয় করেছেন প্রয়াত নায়ক মান্না, নায়ক রুবেল, ইলিয়াস কাঞ্চন, আমিন খান, শাকিব খানসহ আরো অনেকের সাথে। ছোটবেলায় শাবনাজ নাইমের ভীষণ ভক্ত ছিলেন মুনমুন। যে কারণে পরে তিনি নাইমের সাথে অভিনয় করতে পেরে ভীষণ আনন্দিত হন। তবে মুনমুনের আফসোস হলোÑ বাংলাদেশের সিনেমার হার্টথ্রব সালমান শাহের সাথে অভিনয় করার সুযোগ পাননি তিনি। তবে সালমান শাহের সাথে দেখা হয়েছে। মুনমুন বলেন, সালমান ভাইয়ের সাথে আমাকে শ্রদ্ধেয় এহতেশামই পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিন্তু আমি চলচ্চিত্রে আসার কিছুদিন পরই তিনি মারা যান। যে কারণে তার সাথে সিনেমা না করতে পারার আফসোস সারাজীবনই রয়ে যাবে।’
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement

সকল