১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


একসাথে আজিজুল হাকিম ও শানু

-

অভিনয় জীবনের শুরুতে দর্শকপ্রিয় অভিনেত্রী শানারেই দেবী শানু গুণী অভিনেতা আজিজুল হাকিমের সাথে অনেক নাটকেই অভিনয় করেছিলেন। মধ্যে কিছু দিনের বিরতির পর সর্বশেষ তিন বছর আগে আজিজুল হাকিমের সাথে একটি নাটকে অভিনয় করেন। তিন বছর পর আবারো আজিজুল হাকিমের সাথে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য একটি নাটকের কাজ গত রবি ও সোমবারে শেষ করলেন। নাটকের নাম ‘বই বিভ্রাট’। নাটকটি রচনা করেছেন রৈভ্য আহমেদ এবং প্রযোজনা করেছেন মো: মাহফুজার রহমান। মূলত একটি লাইব্রেরির বইয়ের হারিয়ে যাওয়ার পঞ্চাশ বছর পর বেশ মোটা অঙ্কের টাকার জরিমানাকে কেন্দ্র করেই নাটকের গল্প এগিয়ে যায়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, ওয়াহিদা মল্লিক জলি ও সাঈদ বাবু। নাটকটিতে অভিনয়ের সাথে আজিজুল হাকিম বলেন, ‘যেহেতু নাটকটির গল্প বইকে কেন্দ্র করে এবং গল্পটা একেবারেই ব্যতিক্রম একটি গল্প, তাই কাজটি করে ভীষণ ভালো লেগেছে আমার। এখন তো আসলে ভিন্ন ধরনের গল্পের খুব অভাব। সেই হিসেবে বই বিভ্রাট নাটকটি এই সময়ের অন্যান্য অনেক নাটকের চেয়েই একেবারেই ব্যতিক্রমধর্মী গল্পের নাটক। দীর্ঘ দিন পর শানুর সাথে কাজ করে ভালো লেগেছে। শানু বেশ চমৎকার অভিনয় করে। আশা করছি, নাটকটি দর্শকের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠবে।’ শানারেই দেবী শানু বলেন,‘ হাকিম ভাই ভীষণ গুণী একজন অভিনেতা। সত্যি বলতে কী ছোটবেলায় তার অভিনীত অনেক নাটকই টিভিতে দেখেছি। বড় হয়ে সহশিল্পী হিসেবে তার সাথে কাজ করব এটা কখনোই ভাবনায় ছিল না। হাকিম ভাই শুধু একজন ভালো অভিনেতাই নন, একজন আপাদমস্তক ভালো মনের মানুষ। যেহেতু আমি নিজেও লেখালেখির সাথে সম্পৃক্ত। তাই বই বিভ্রাট নাটকটিতে অভিনয় করতে আমার নিজেরই ভীষণ ভালো লেগেছে।’ আগামী ১ ফেব্রুয়ারি ভাষার মাসের শুরুর দিনেই রাত ৯টায় ‘বই বিভ্রাট’ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। এ দিকে আজিজুল হাকিম অনিমেষ আইচের নির্দেশনায় দূরন্ত টিভির জন্য নির্মিত নতুন ধারাবাহিক ‘বোকা ভূত’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। এ দিকে আগামী একুশে গ্রন্থ মেলায় শানুর লেখা উপন্যাস ‘লিপস্টিক’ ও কবিতার বই ‘প্রিয়তম মেঘ’ প্রকাশিত হবে। গতকাল তার একমাত্র সন্তান ঋত’র জন্মদিনের মধ্যেও শানু শুটিংয়ে অংশ নিয়েছেন। শানু আরো জানান এবারের বইমেলাতেও তাকে বেশ কয়েকটি নাটকের কাজে ব্যস্ত থাকতে হবে।


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল