১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


মির্জাপুর ক্যাডেট কলেজে নাচবেন নাদিয়া

-

আগামী ২৩ থেকে ২৫ জানুয়ারি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থিত মির্জাপুর ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মেকা-মির্জাপুর এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েসন’ আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান। এটি মেকা আয়োজিত ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানেই নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন নন্দিত নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নাদিয়া আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন নাদিয়া আহমেদ নিজেই। পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অর্থাৎ আগামী ২৪ জানুয়ারি মির্জাপুর ক্যাডেট কলেজে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নাদিয়া আহমেদ। দীর্ঘ একটি সময় সে দিন বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সময়কাল এবং দেশ স্বাধীনের পরবর্তী সময়কাল নৃত্য পরিবেশননের মধ্য দিয়ে তুলে ধরা হবে বলে জানান নাদিয়া আহমেদ। দীর্ঘ সময়ব্যাপ্তির এই নৃত্য পরিবেশনার নির্দেশনা দিচ্ছেন ফারহানা চৌধুরী বেবী ও ফারহানা খান তান্না। দীর্ঘ ১০ বছর পর নাদিয়া আহমেদ কোনো ক্যাডেট কলেজে নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন। নাদিয়া আহমেদ বলেন, ‘দশ বছর আগে আমি কুমিল্লা ক্যাডেট কলেজে পারফর্ম করেছিলাম। দশ বছর পর আবারো মির্জাপুর ক্যাডেট কলেজে নৃত্য পরিবেশন করতে যাচ্ছি। দেশ স্বাধীনের জয়ধ্বনি এবং পরবর্তী সময়ে বাংলার যে রূপ তাই আমার নাচের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। ক্যাডেট কলেজের আয়োজন সবসময়ই ভিন্ন ধরনের হয়ে থাকে। আশা করছি মেকার আয়োজনে এবারের ১৩তম পুনর্মিলনী বেশ ভালোভাবেই সম্পন্ন হবে।’ জানা যায় একই দিনে মির্জাপুর ক্যাডেট কলেজের এই পুনর্মিলনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জেমস ও ব্যান্ডদল সোলস। একই দিনে ডিজে পরিবেশন করবেন ডিজে রাহাত। ২৫ জানুয়ারি সঙ্গীত পরিবেশন করবে তাসনিমা আনিকা, রাজত্ব ও ব্যান্ডদল মাইলস। পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুর দিনেই অর্থাৎ আগামীকাল ২৩ জানুয়ারি সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ডদল আর্টসেল এবং ডিজে পরিবেশন করবেন ডিজে সনিকা। মির্জাপুর ক্যাডেট কলেজ ১৯৬৩ সালের ২৩ নভেম্বর প্রতিষ্ঠিত। এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন মাইকেল উইলিয়াম পিট এবং বর্তমান অধ্যক্ষ হচ্ছেন বিমান রায় চৌধুরী। বর্তমান অধ্যক্ষ বিমান রায় চৌধুরী জানান, যেহেতু আগামীকাল থেকেই পুনর্মিলনী অনুষ্ঠান শুরু। তাই পুরনো ক্যাডেটদের আগমনে মুখরিত হয়ে ওঠার জন্য প্রস্তুত মির্জাপুর ক্যাডেট কলেজ। এ দিকে নাদিয়া আহমেদ অস্ট্রেলিয়ায় গেল বছরের শেষ প্রান্তে লিটুর নির্দেশনায় ‘মন দরজা’ ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। এছাড়া বর্তমানে তিনি ফরিদ আহমেদের ‘সুলতান ভাই’, সকাল আহমেদের ‘ভদ্রপাড়া’, ইমরান হাওলাদারের ‘লাগ ভেলকি লাগ’, কায়সার আহমেদের ‘বকুলপুর’ ধারাবাহিকের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ

সকল