২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


আজ ফোক মোমেন্টে শফী মণ্ডল

-

এ দেশের বৃহৎ জনগোষ্ঠীর সহজ সরল গ্রামীণ জীবন যাপনই আমাদের ঐতিহ্য। আর তাই বাংলা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিতে গ্রামবাংলার জীবনচরিত্র প্রকাশিত হয়েছে নানা আঙ্গিকে। আঞ্চলিকতার টানে, সুর আর ছন্দের বৈচিত্র্যে গ্রাম্য জীবনযাপন, উপলব্ধি আর বিশ্বাসেও আছে নানা ঢং-রূপ-রীতি। বাউল শিল্পীরা তাই আধ্যাত্মিক ধ্যান আর প্রকৃতির রূপকে তাদের কণ্ঠে ধারণ করেন জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদি, বিচ্ছেদি, লালনসহ নানারূপে। এসব গান নিয়েই একুশে টেলিভিশনের নিয়মিত ফোক সঙ্গীতের অনুষ্ঠান ‘ফোক মোমেন্ট’। মৌসুমি মৌয়ের উপস্থাপনায় এবং বাবুল আক্তারের প্রযোজনায় এবারের পর্বে ফোকসঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় ফোকশিল্পী ‘শফী মণ্ডল’। অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ৮টায় একুশে টেলিভিশনে প্রচার হবে।

 


আরো সংবাদ



premium cement