২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


নতুন ১০ গান নিয়ে হৈমন্তী

-

হৈমন্তী রক্ষিত দাশ, এই প্রজন্মের শুদ্ধ সুরের মিষ্টি কণ্ঠের একজন গায়িকা। দেশ-বিদেশে সমানতালে যিনি স্টেজ মওসুমে বেশ ব্যস্ততার মধ্য দিয়েই সময় কাটান। হৈমন্তীর গান যারা একবার শুনেছেন, তারা তার কণ্ঠের এবং গায়কীর প্রশংসা করেছেন। দেখা যায়, দেশের যে প্রান্তে তিনি একবার শো করে এসেছেন, সেখানে যাওয়ার বারবার ডাক আসে তার। কারণ, তার গানের মধ্যে সেখানকার শ্রোতা দর্শকরা এক অন্যরকম ভালোলাগা খুঁজে পান। তবে হৈমন্তী নিজের গানের জন্য সবসময়ই অনুপ্রেরণা খুঁজে পান উপমহাদেশের দুই কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকর ও রুনা লায়লার গানে। তাদের গানে উৎসাহিত হয়েই হৈমন্তী নিজেকে আজ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে কিছুটা হলেও একজন সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। সঙ্গীতের আগামীর পথে হেঁটে চলেছেন। নিজেকে শুদ্ধ সুরের একজন সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তোলার চেষ্টায়ই আছেন তিনি। হৈমন্তী নিয়মিত স্টেজ শোর পাশাপাশি বিভিন্ন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। আবার কিছু অনুষ্ঠানে অতিথিও থাকেন। যেমনÑ আরটিভিতে শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘চীনা স্বাদ’ নামের নতুন একটি রান্নাবিষয়ক অনুষ্ঠান। গত সপ্তাহেই তিনি এই অনুষ্ঠানের রেকর্ডিংয়ের কাজে অংশ নিয়েছেন। আবার চলতি ২০ নভেম্বর তিনি উড়াল দেবেন ফ্লোরিডার উদ্দেশে। সেখানে আগামী ২৩ ও ২৪ নভেম্বর পরপর দু’দিন দুটি শোতে অংশ নেবেন। এর আগে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে শোতে অংশ নিলেও এবারই প্রথম হৈমন্তী ফ্লোরিডায় শোতে অংশ নিচ্ছেন। সেখানে শো শেষ করে আগামী ২৮ নভেম্বর দেশে ফিরবেন হৈমন্তী। হৈমন্তী বলেন, ‘আমার গানে অনুপ্রেরণা শ্রদ্ধেয় লতাজি এবং শ্রদ্ধেয় রুনা ম্যাডাম। তাদের আমার গানের আদর্শ মনে করেই নিজেকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আজ আমি যা কিছুই হয়েছি না কেন, এই দু’জনের আদর্শ বুকে লালন করেছিলাম বলেই হয়েছি। তাদের আদর্শকে মাথায় রেখেই আমি জীবনের বাকিটা সময় পার করে দিতে চাই। দেশের বাইরের স্টেজ শোগুলোতে প্রবাসী বাঙালি দর্শকের মধ্যে দেশের জন্য যে আবেগ দেখতে পাই তা সত্যিই মাঝে মধ্যে মন খারাপেরও কারণ হয়ে দাঁড়ায়। পরিবারের জন্য, দেশের জন্য তাদের মধ্যে যে টান, যে আবেগ দেখি, তার তুলনা হয় না।’ এ দিকে এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে তপন চৌধুরীর সাথে হৈমন্তীর ‘তুমি আড়াল হলেই’ গানটি। গানটি লিখেছেন সাখাওয়াত হোসেন মারুফ, সুর-সঙ্গীত করেছেন উজ্জ্বল সিনহা। একই শিল্পীর সাথে নতুন আরো একটি গান শিগগিরই প্রকাশিত হবে বলে জানান হৈমন্তী। এ ছাড়া হৈমন্তী জানান, নতুন ১০টি গান তার তৈরি আছে। গানগুলো লিখেছেন কবির বকুল, প্রদীপ সাহা, শরীফ আলদীন, অভি আকাশ। গানগুলোর সুর-সঙ্গীত করেছেন পল্লব স্যানাল, নাজির মাহমুদ, অভি আকাশ। এ ছাড়া এরই মধ্যে জামাল হোসেনের কথায় ও মুহিনের সুর-সঙ্গীতে হৈমন্তী ‘একলা পাখি’ গানে কণ্ঠ দিয়েছেন। হৈমন্তীর কাছে গান হচ্ছে অক্সিজেনের মতো। তিনি আধুনিক গানের তালিম নিয়েছেন বানী কুমার চৌধুরী, বাসুদেব ঘোষের কাছে। উচ্চাঙ্গসঙ্গীতের তালিম নিয়েছেন নিরোধ বরন বড়–য়ার কাছে।
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement