০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


  সিনেমায় আগ্রহী শাহানাজ খুশী

-

জীবনঘনিষ্ঠ গল্পের নাটকে চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে অভিনয় করে দর্শকের কাছে প্রিয় একজন অভিনেত্রীতে পরিণত হয়েছেন নন্দিত নাট্যাভিনেত্রী শাহানাজ খুশী। কিছু নাটকে কিছু চরিত্রে শাহানাজ খুশীর মধ্যে দর্শকের ভাবাবেগ এতটাই মিশে যায় যে, শাহানাজ খুশীর মধ্যেই অনেক দর্শক তাদের হারিয়ে যাওয়া বড় বোনকেও খুঁজে পাওয়ার চেষ্টা করেন। একজন শিল্পী হিসেবে এটা শাহানাজ খুশীর সফলতা। টিভি নাটকে সফল এই অভিনেত্রীকে এখনো কোনো সিনেমায় অভিনয়ে দেখা যায়নি। তবে এটাও নয় যে, সিনেমায় কাজ করার প্রস্তাব তিনি পাননি। কিছুদিন আগেও একটি সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সিনেমাটি নির্মাণের একেবারে শেষ পর্যায়ে এসে যখন তাকে প্রস্তাব করা হলো, তখন সব কিছু মিলিয়ে ব্যাটে-বলে আর করা হয়ে উঠেনি। তবে একটি ভালো গল্পের চ্যালেঞ্জিং চরিত্রে অভিয়ের প্রবল আগ্রহ রয়েছে শাহানাজ খুশীর। শাহানাজ খুশী বলেন, ‘একজন শিল্পী হিসেবে প্রত্যেক শিল্পীর মতোই আমারও স্বপ্ন বা আগ্রহ রয়েছে ভালো গল্পের, ভালো চরিত্রে সিনেমায় কাজ করার। পারিশ্রমিক আমার কাছে মুখ্য বিষয় নয়। যদি আমার মন থেকে ভালো লেগে যায়, তাহলে তাতে কাজ করার আগ্রহ রয়েছে। কারণ আমার যারা ভক্ত দর্শক, তাদের বিশেষ অনুরোধও রয়েছে আমাকে সিনেমায় দেখার। আমার নিজের ইচ্ছে তো রয়েছেই। তবে আশা করা যায়, শিগগিরই সিনেমায় কাজ করা হয়ে উঠবে।’ এ দিকে আজ শাহানাজ খুশীর জন্মদিন। তবে প্রতিবারের মতো এবারের জন্মদিনের আয়োজনটা বেশি বিশেষায়িত হয়ে উঠবে না। কারণ শাহানাজ খুশীর সবচেয়ে প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরী ঢাকায় নেই। তিনি সিনেমার কাজে সেন্টমার্টিনে ব্যস্ত রয়েছেন। চঞ্চল চৌধুরী থাকলে শাহানাজ খুশীর স্বামী নাট্যকার, অভিনেতা বৃন্দাবন দাস ও তাদের দুই ছেলে দীব্য জ্যোতি, সৌম্য জ্যোতি মিলে পরিকল্পনা করে বিশেষ আয়োজন করা হতো। কিন্তু সেটা আর করা হয়ে উঠছে না। তারপরও আজকের দিনে সকালে আরটিভির ‘তারকালাপ’ লাইভ শোতে জন্মদিন প্রসঙ্গসহ নানা বিষয়ে কথা বলবেন শাহানাজ খুশী।


আরো সংবাদ



premium cement
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

সকল