১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


আবির্ভাব-এ তারা

-

আগামী অক্টোবরে দেশ টিভিতে প্রচারের লক্ষ্যে এরই মধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘আবির্ভাব’-এর। এটি রচনা করেছেন সজল আহমেদ এবং যৌথভাবে পরিচালনা করছেন জয়ন্ত রোজারিও ও নেলসন মণ্ডল। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জয়ন্ত রোজারিও বলেন, ‘মূলত আবির্ভাব নাটকটি নারী সংগ্রামের গল্প। বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো দেখা যায় যে বয়স হওয়ার আগেই অনেক মেয়েকে তার স্বপ্ন বিসর্জন দিয়েই বিয়েবন্ধনে আবদ্ধ হতে হয়। কিন্তু সেই ধরনের মেয়ে চাইলেও বিয়ের পরে নিজের পায়ে দাঁড়াতে পারে। এমন সংগ্রামী মেয়েদের গল্প নিয়েই নির্মিত হচ্ছে আবির্ভাব ধারাবাহিকটি। আমি বিশ^াস করি, এই ধারাবাহিক নাটকটি সমাজের অনেক মানুষের কাজে আসবে এবং সত্যিকার অর্থেই নাটকটি নির্মাণের একমাত্র লক্ষ্য হচ্ছে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে অনুপ্রেরণা দেয়া।’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, মৌসুমী হামিদ, রহমত আলী, শিল্পী সরকার অপু, রীনা খান, মাহমুদুল ইসলাম মিঠু, সোহেল খানসহ আরো অনেকে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী রীনা খান বলেন, ‘দীর্ঘ দিন পর কোনো টিভি ধারাবাহিকে অভিনয় করছি। জয়ন্ত রোজারিওকে ধন্যবাদ একটি সময়ের গল্প, সুন্দর গল্পে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। কারণ, এই নাটকের গল্পটা আমাদের নিজেদের জীবনের গল্প। আমি বিশ^াস করি, নাটকটি প্রচারে এলে দর্শক সাড়া পাবে।’ শিল্পী সরকার অপু বলেন, ‘এখন তো আসলে এমন অনেক ধারাবাহিক নাটক নির্মিত হয় যাতে জীবনের গল্প খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু আবির্ভাব নাটকে আমাদের জীবনের গল্পই উঠে আসবে। নারীদের সংগ্রামী জীবনের গল্পে দর্শক নিজেদের খুঁজে পাবেন বলেই আমি বিশ^াস করি।’ জয়ন্ত রোজারিও জানান, আসছে অক্টোবর মাস থেকে দেশ টিভিতে নাটকটির প্রচার শুরু হবে। পাশাপাশি ইউটিউব চ্যানেলে ‘জয়ধ্বনি মিডিয়া’তে নাটকটি প্রচার হবে।


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত কিরগিজস্তানের পরিস্থিতি শান্ত হলেও উদ্বেগজনক সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস দাগনভূঞায় অগ্নিদগ্ধ পরিবারের মাঝে জামায়াতের উদ্যোগে গৃহ নির্মাণ উদ্বোধন ২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখনো নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি : অনুসন্ধানে ৪০ দল ৫ দফা দাবিতে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির স্মারকলিপি গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন : বাইডেনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বগুড়ায় তীব্র লোড শেডিং, ২২ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ গণ-অর্থায়নের মাধ্যমে যেভাবে এভারেস্টের চূড়ায় বাবর আলী

সকল