২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


কিংবদন্তিদের নিয়ে অপুর পরিকল্পনা

-

গত ২৮ জুন শুদ্ধ সঙ্গীতের মাধ্যমে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য শুদ্ধমঞ্চ থেকে ‘তুমি আমাদেরই লোক’ উচ্চারণে ভূষিত হয়েছেন অপু। ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে’ সঙ্গীতকে পেশা হিসেবে নিতে তার বড় প্লাটফর্ম হলেও অপু তার নিজেকে গানে পরিপূর্ণ করে গড়ে তোলেই এসেছেন। বড় প্লাটফর্মে আসার আগেই অপু গানে নিজেকে সুশিক্ষায় গড়ে তোলেন। ফলে তার সমসাময়িক কালের প্রায় সবার কাছে’সহ সিনিয়র কিংবদন্তি অনেক শিল্পীর কাছেই অপু অনেক প্রিয় একজন শিল্পী। অপুর ধ্যানে-জ্ঞানে গান। যে কারণে গানের বাইরে অপু কিছুই ভাবেন না। সবসময়ই গান নিয়েই তার যত ভাবনা। এরই মধ্যে অপু তার অনেক শ্রদ্ধার প্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দীতে হারিয়ে ভীষণ কষ্ট পেয়েছেন। কারণ তার জনপ্রিয় প্রায় সব গানই অপু বিভিন্ন শোতে বিভিন্ন সময় গাইতেন। আগামী দিনের পথ চলার ক্ষেত্রে সুবীর নন্দীর গানগুলো তার জন্য ছিল অনেক অনুপ্রেরণার। কিন্তু সেই মানুষটির গান নিজের মধ্যে লালন করতে করতে একসময় অপু স্বপ্ন দেখেছিলেন তার নিজের সুর সঙ্গীতে সুবীর নন্দীকে দিয়ে একটি গান করানোর। তা আর হয়ে উঠল না অপুর। স্বপ্ন পূরণের আগেই সুবীর নন্দী পরপারে চলে যান। তাই এবার আর কোনো পরিকল্পনা নিয়ে কোনো দেরি নয় অপুর। ইচ্ছে আছে অপুর এ দেশের কিংবন্তি সঙ্গীতশিল্পীদের দিয়ে গান করানোর। এরই মধ্যে অপু জীবন্ত কিংবন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুুল হাদীর জন্য একটি গানের সুর সঙ্গীত করেছেন। সৈয়দ আবদুল হাদীও গানটি গাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। অপু বলেন, ‘আমাদের সঙ্গীতাঙ্গনের সত্যিকারের কিংবদন্তি সঙ্গীতশিল্পীদের নিয়ে আমি কিছু কাজ করে যেতে চাই। আমি জানি তাদের চলার পথে, তাদের সমৃদ্ধ সঙ্গীত ভাণ্ডারে আমার গানটি হয়তো তেমন কিছুই হবে না। কিন্তু তার পরও এক বড় ধরনের তৃপ্তি নিয়ে আমার বেঁচে থাকা হবে। এই প্রজন্মের সঙ্গীতশিল্পী হিসেবে এটাই হবে আমার অনেক বড় পাওয়া। আর যারা আমার আহ্বানে সাড়া দিয়ে আমাকে স্নেহ দিয়ে, সহযোগিতা দিয়ে আমার পাশে থাকবেন, তাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকব। হাদী স্যারের জন্য এরই মধ্যে তারই ঘরানার একটি গান করেছি। আমার বিশ^াস, গানটি প্রকাশ পেলে শ্রোতারা মন থেকে গানের কথা, সুর এবং স্যারের গায়কী অনুভব করবেন।’ অপু জানান, তার ইচ্ছা আছে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ^জিৎ, অ্যান্ড্রু কিশোরসহ আরো যারা কিংবদন্তি সঙ্গীতশিল্পীর জন্য নিজে সুর সৃষ্টি করে গান করার। এই প্রজন্মের একজন শিল্পী হয়ে কিংবদন্তি শিল্পীদের নিয়ে অপুর এমন ভাবনা অবশ্যই অনেক সাহসী পদক্ষেপ হিসেবেই বিবেচিত হয়।


আরো সংবাদ



premium cement
ফের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা কেএনএফের তৎপরতার প্রতিবাদে বান্দবানে মানববন্ধন তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা ও অগ্নিসংযোগ মিরপুরে ব্যাটারি চালিত রিক্সাচালক ও পুলিশ সংঘর্ষ : আহত অর্ধশত লজ্জাহীনতার বার্তা শিশুদের মনে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার গুরুতর আঞ্চলিক সঙ্কটে পরিণত হয়েছে রোহিঙ্গা সমস্যা : পররাষ্ট্রমন্ত্রী

সকল