১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


অভিনয়েই মনোযোগী মাহি

-

একটি রিয়েলিটি শোর মধ্য দিয়ে মিডিয়ায় সমীরা খান মাহির সম্পৃক্ততা ২০১৪ সালে। সেই রিয়েলিটি শোতে প্রথম রানারআপ হয়ে একজন মডেল হিসেবেই তার কাজ করা শুরু। অবশ্য তারপর তিনি অভিনয়েও নাম লিখিয়েছিলেন। কিন্তু গেল কয়েক মাস ব্যক্তিগত কারণে তিনি মিডিয়ায় কাজ করা থেকে দূরে ছিলেন। এখন আবারো তিনি পূর্ণোদ্যমে অভিনয়েই মনোযোগী হয়ে কাজ করতে চাইছেন। সমীরা খান মাহির সার্টিফিকেট অনুযায়ী নাম ফারজানা ইয়াসমিন কলি। কিন্তু মিডিয়াতে তিনি সমীরা খান মাহি নামেই পরিচিত। ২০১৪ সালে ‘রঙ আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কলরস মডেল হান্ট’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন মাহি। এর সুবাদেই তিনি একস্ট্যাসি, জিপি, টেক্সমার্ট, প্রাইড গার্লস, বাংলালিংক, স্যাইলর’হ আরো বিভিন্ন ব্যান্ডের ফটোশুটের মডেল হিসেবে কাজ করেন। ইমরাউল রাফাতের নির্দেশনায় ‘তরুণ তুর্কী’ ধারাবাহিকে মাহি প্রথম অভিনয় করেন। এরপর তিনি একই পরিচালকের ‘পারিবারিক গোলযোগ’, মোহন খানের ধারাবাহিক ‘নীড় খোঁজে গাঙচিল’, বি ইউ শুভর ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, নিলয় আলমগীরের ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ফেরদৌস হাসান রানার ধারাবাহিক ‘এক পা দুই পা’সহ শামীম হাসান সরকারের নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্যও চার-পাঁচটি ইউটিউবের জন্য নির্মিত নাটকসহ আরো বেশ কিছু নাটকে অভিনয় করেন। সাখাওয়াৎ মানিকের নির্দেশনায় তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার বৈশাখ’-এ অভিনয় করেছেন। এতেও মাহির সহজাত অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। তার বিপরীতে ছিলেন সাইফ চন্দন। আমেরিকা প্রবাসী সঙ্গীতশিল্পী তানভীর শাহীনের ‘একটাইতো মন’ গানের মিউজিক ভিডিওতে প্রথম মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেন। এরপর তিনি পুলক ও শিরীন চৌধুরীর ‘তুমি যে আমার’ গানেও মডেল হন। এই গানে মাহির গ্ল্যামারাস উপস্থিতি দর্শককে মুগ্ধ করে। চলতি বছর বাংলাদেশে অনুষ্ঠিত সর্ববৃহৎ ফ্যাশনবিষয়ক অনুষ্ঠান ‘বাংলাদেশ ফ্যাশন উইক’-এ একজন র্যাম্প মডেল হিসেবে অংশগ্রহণ করেছেন। সর্বশেষ তিনি ‘আড়ং ঘি’র মডেল হিসেবে কাজ করেন। সমীরা খান মাহি বলেন, ‘ব্যক্তিগত একটি কারণে নিজে থেকেই পেশাগত কাজ থেকে দূরে ছিলাম। এখন আবার আমি আমার কাজে মনোযোগী হয়ে উঠেছি। এখন অভিনয়টাই বেশি প্রাধান্য দেবো।


আরো সংবাদ



premium cement
মিয়ানমারের স্বর্ণের খনিসমৃদ্ধ এলাকা দখলে নিলো বিদ্রোহীরা ধর্ষণ মামলায় জুজুৎসুর সাধারণ সম্পাদক গ্রেফতার সেকান্দর সাফিয়া ফাউন্ডেশনের ‘বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত কিরগিজস্তানে বাংলাদেশী শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ সরকারি কেন্দ্রে ধান বেচতে পারে না কৃষক, লাভ খাচ্ছে দালালরা ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরি জীবন দিয়ে দেশবিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : বাহাউদ্দিন নাছিম পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার ধনবাড়ীতে পুলিশ পিটিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে আসামি যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক? ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন

সকল