০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


অনুদানের সিনেমায় তুষ্টি

-

সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করলেন দর্শকপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টি। গাজী রাকায়েতের নির্দেশনায় ‘গোঢ়’ নামক সিনেমায় অভিনয় করলেন তিনি। এরই মধ্যে সিনেমার কাজ শেষও করেছেন তুষ্টি। অভিনয়ে পরিণত বয়সে আবারো সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করে বেশ সন্তুষ্ট তুষ্টি। কারণ, বলা যায় ছোটবেলাতেই তিনি প্রথম সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছিলেন। গোলাম রব্বানী বিপ্লবের নির্দেশনায় তুষ্টি প্রথম সরকারি অনুদানের সিনেমা ‘স্বপ্নডানায়’তে অভিনয় করেছিলেন। এরপর আর কোনো অনুদানের সিনেমায় অভিনয় করেননি। ‘গোঢ়’ সিনেমায় তুষ্টি গাজী রাকায়েত’র স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে তুষ্টি বলেন, ‘এই সিনেমাতে আমাদের প্রত্যেক অভিনয় শিল্পীকে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই সংলাপ বলে অভিনয় করতে হয়েছিল। যে কারণে এই সিনেমাতে অভিনয় করাটা প্রত্যেক শিল্পীর জন্যই অনেক চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা প্রত্যেকেই নিজ চরিত্রে যথাযথ অভিনয় করার চেষ্টা করেছি। আমি যে কারণে সিনেমাটি নিয়ে খুব আশাবাদী। আর রাকায়েত ভাইতো নির্মাতা এবং অভিনেতা দুটো ক্ষেত্রেই সফল একজন মানুষ।’ এ দিকে তুষ্টি এরই মধ্যে অসীমের নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানির ফ্রেশ মিল্কের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। গত বৃহস্পতিবার তিনি এই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। এর আগে তিনি একটি প্রতিষ্ঠানের তেলের তিনটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এই তিনটি বিজ্ঞাপনই নির্মাণ করেছেন অসীম। তুষ্টি অভিনীত রুহুল আমিন পরিচালিত ‘হাছনরাজা’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমায় তিনি মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করেছেন। অভিনয় জীবনে এটা তার অন্যতম একটি কাজ। তুষ্টি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘লাল সবুজ’, ‘নন্দিত নরকে’, ‘স্বপ্নডানায়’।

 


আরো সংবাদ



premium cement
কুয়াকাটা জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে আহত ১১, আটক ২ মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস চীন যেভাবে মেক্সিকোকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে তাদের পণ্য প্রবেশ করাচ্ছে মুলাদীর মেঠোপথে শোভা ছড়ানো সোনাইল আজ বিলুপ্তির পথে জয়পুরহাটে ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ পাঁচ বছর পর ইউরোপ সফরে শি জিনপিং যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ ইউক্রেনে ইস্টার প্রার্থনার মাঝে ড্রোন হামলা, রণাঙ্গনে রাশিয়ার সাফল্য দাবি যে সব কারণে করের বোঝা বাড়তে পারে আগামী বাজেটে প্রেসিডেন্ট বাইডেনের ‘জেনোফোবিক’ বক্তব্য নিয়ে ভারত-জাপানের আপত্তি আ’লীগ নেতাকে কটূক্তি, ছাত্রলীগ সভাপতিকে শোকজ

সকল