১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


বিজ্ঞাপনে আইরিন তানি

-

ছোটপর্দার এই সময়ের প্রিয়মুখ আইরিন তানি, মিডিয়াতে যার যাত্রা শুরু হয়েছিল বাদল খন্দকারের ‘বিদ্রোহী পদ্মা’ সিনেমায় অভিনয় করে। কিন্তু সিনেমাতে অভিনয় করলেও পরে তিনি নিজেকে টিভি নাটকে এবং বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা নিয়েই বেশি ব্যস্ত হয়ে উঠেন। ভালো গল্পের নাটকে এবং বেশ কিছু ভালো পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে আইরিন তানি আলোচনায় আসেন। নতুন বছরের শুরুতে আইরিন তানি গ্রামীণফোনের একটি নতুন অ্যাবস’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। গেলো সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। বিজ্ঞাপনটিতে আইরিন তানি একজন আদর্শ মায়ের ভূমিকায় মডেল হিসেবে অভিনয় করেছেন। তানি জানান, এপ্রিল মাসেই বিজ্ঞাপনটি শুধু ইউটিউবে প্রচারে আসবে। এর আগে তিনি গ্রামীণফোনের স্টিল টিভিসিতে মডেল হয়েছিলেন। বরেণ্য অভিনেতা জাহিদ হাসানের সাথে জুটিবদ্ধ হয়ে আইরিন তানি প্রথম ডিভাইন সি সিটির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এরপর তিনি আরএফএল, মিনিস্টার’র বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে আইরিন তানি বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে আমি একটু সচেতন থাকার চেষ্টা করি। চেষ্টা করি ভালো ব্র্যান্ডের পণ্যের বিজ্ঞাপনে নিজেকে মডেল হিসেবে উপস্থিত করতে। যে কারণে হয়তো বিজ্ঞাপনে কাজ করার সংখ্যা কম আমার। কিন্তু আমার কাজ প্রত্যেকটিই দর্শকের জানা। কাজগুলোর জন্য প্রতিনিয়তই আমি বেশ সাড়া পাই। গ্রামীণফোনের নতুন বিজ্ঞাপনটি নিয়েও আমি আশাবাদী। কারণ গল্প এবং নির্মাণশৈলী খুব ভালো হয়েছে।’ গতকাল আইরিন তানি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক ‘ফুল এইচডি’র শুটিংয়ে অংশ নেন। এই ধারাবাহিকটি ছাড়াও তানি বর্তমানে সালাহ উদ্দিন লাভলুর ‘প্রিয় দিন প্রিয় রাত’ ও মীর সাব্বিরের ‘নোয়াশাল’ ধারাবাহিকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। এরই মধ্যে আইরিন তানি শেষ করেছেন গোলাম মোস্তফা শিমুলের ‘দ্যা লোনী’ ও ‘লবণ’ সিনেমার কাজ। এ ছাড়া কলকাতার সিনেমা ‘মায়া’র কাজও প্রায় শেষ পর্যায়ে। এটি নির্মাণ করছেন কলকাতার নির্মাতা শঙ্খ ঘোষ।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
‘লাজুক’ স্বভাবের ভেলুপিল্লাই প্রভাকরণ যেভাবে শক্তিশালী গেরিলা বাহিনী গড়ে তুলেছিলেন যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত কিছু অভিবাসীকে দ্রুত বহিষ্কার করতে চায় হামলা জোরদার করতে পারে রাশিয়া : জেলেনস্কি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, শিশুসহ নিহত ২ ভৈরবে র‍্যাব হেফাজতে নারী আসামির মৃত্যু চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, ৩০ মোটরসাইকেল জব্দ দুর্ভিক্ষের কারণে সুদানে মানবিক সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো বিদেশী সামরিক উপস্থিতি মানব না : হামাস ৩ লাশ উদ্ধারের নেতানিয়াহুর দাবিতে সন্তুষ্ট নয় ইসরাইলিরা কিডনির ‘নীরব ঘাতক’ উচ্চ রক্তচাপ! বিবাহবিচ্ছেদের পথে জেনিফার-বেন!

সকল