১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


ওয়েব সিরিজে ব্যস্ত মিম

-

কিছুদিন আগে অনিমেষ আইচের নির্দেশনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ‘বিউটি অ্যান্ড বুলেট’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। এতে তার সহশিল্পী ছিলেন তাহসান খান। তবে ‘বিউটি অ্যান্ড বুলেট’ এখনো প্রচারে আসেনি। এরই মধ্যে শ্রীমঙ্গলে বিদ্যা সিনহা মিম গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় ‘নীল দরজা’ নামের আরেকটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন। এরই মধ্যে টানা বেশ কয়েক দিন ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন মিম। আরো দু’দিন এই ওয়েব সিরিজের শুটিং করবেন বলে জানান মিম। এই ওয়েব সিরিজে মিম তাবাসসুম চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে অভিনয় করছেন দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় বিদ্যা সিনহা মিম ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি আগামী পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে মিমের বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এরই মধ্যে ইউটিউবে ‘সাপলুডু’র ট্রিজার প্রকাশিত হয়েছে। আর তাতেই মিমের অভিনয়ের প্রশংসা করছেন সবাই। আশাবাদীও হয়ে উঠেছেন মিমভক্ত দর্শকেরা। সবাই আশা করছেন, ‘সাপলুডু’তে নতুন একক মিমকে পাওয়া যাবে। শুধু তাই নয়, গোলাম সোহরাব দোদুলের ‘নীল দরজা’তেও অন্য এক মিমকে পাওয়া যাবে। মিম বলেন, ‘এর আগে দোদুল ভাইয়ের ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করেছি। সিনেমাটিতে কাজ করার দারুণ অভিজ্ঞতা। আমি খুবই আশাবাদী ‘সাপলুডু’ নিয়ে। আশাবাদী ‘নীল দরজা’ ওয়েব সিরিজ নিয়েও। কারণ, ‘নীল দরজায় একটা অন্যরকম গল্প বলার চেষ্টা করা হচ্ছে। চঞ্চল ভাইয়ের সাথে অভিনয় আমি সব সময়ই ভীষণ উপভোগ করি। তিনি অনেক বড় মাপের একজন অভিনেতা। তার সাথে কাজের বোঝাপড়াটা চমৎকার।’ বিদ্যা সিনহা মিম জানান শিগগিরই ‘নীল দরজা’ প্রচারে আসবে। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ সিনেমাতে অভিনয় করে মিম প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তবে মিম এটা অনায়াসে স্বীকার করেন তার আজকের সাফল্যের নেপথ্যে তার মা ছবি সাহা ও বাবা বীরেন্দ্র নাথ সাহার ভূমিকা সবচেয়ে বেশি। মিম বলেন, ‘আমার বাবা-মায়ের চেষ্টায়, আশীর্বাদে আমি আজকের এ অবস্থানে পৌঁছেছি। বিশেষত, আমার মায়ের কথা বলতেই হয়। তিনি আমার জন্য অনেক কষ্ট করেছেন।’


আরো সংবাদ



premium cement
লক্ষ্য কিভাবে অর্জন করতে হয় রাশিয়া তা জানে : পুতিন ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩ এবার হজযাত্রীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে ১৮ হাসপাতাল ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণের প্রত্যাশা মেয়র তাপসের ‘দেশকে পুরোপুরি পরনির্ভরশীল করে ফেলে‌ছে আওয়ামী লীগ’ ‘মাদ্রিদে যোগ দিচ্ছেন এমবাপ্পে’ কনডেম সেল নিয়ে হাইকোর্টের রায় আপিলে স্থগিত মিরপুরে আনুষ্ঠানিক ফটোসেশনে সাকিব-শান্তরা জার্মানিতে দক্ষিণপন্থী এএফডির ওপর চাপ বাড়ছে ‘মেয়েদের ভুক্তভোগী নয়, পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে বিবেচনা করুন’ রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

সকল