১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


নিশিতার মেঘলা আকাশ

-

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী নিশিতা বড়ুয়া। সম্প্রতি ‘মেঘলা আকাশ’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখেছেন ও সুর করেছেন এ সময়ের উদীয়মান গীতিকার জুলফিকার জাহেদী।গানটি প্রসঙ্গে নিশিতা বলেন, জুলফিকার জাহেদী ভাই আমাকে খুব স্নেহ ও আদর করেন। এর আগেও তার সাথে কাজ করেছি। আমি সবসময় গানের কথা ও সুরের দিকে নজর দেই। জুলফিকার জাহেদী ভাই যখন গানটি আমাকে দিলেন সাথে সাথেই বলে দিলাম চলেন ভাই গানটি করে ফেলি। ‘মেঘলা আকাশ’ এই গানটি করে খুবই ভালো লাগছে এবং সবচেয়ে বড় ব্যাপার যে, গানটির রেকর্ডিং আমরা কলকাতায় স্বনামধন্য স্টুডিওতে খুবই যতেœর সাথে করেছি শুধু দর্শকের যেন ভালো লাগে। জাহেদী ভাইয়ের কথা ও সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অভিষেক ব্যানার্জি। গানের বিশেষ এক অংশে সাথে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী অভিজিত সরকার। গানের কথা ও সুর এতটা মনোমুগ্ধকর যে শ্রোতাদের মনে স্থান করে নেবে।জুলফিকার জাহেদী জানান, গানটির মিউজিক ভিডিও আসছে পয়লা বৈশাখে প্রকাশিত হবে। যার দৃশ্য ধারণ হবে ভারতের দার্জিলিংয়ে। এখন শুটিংয়ের প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement