১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বিশ বছর পর শবনম

-

বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা শবনম। সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এরপর বিগত দুই দশকে তাকে আর নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। তবে বেশ কিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত গল্প, চরিত্র তার মনকে খুব বেশি টানেনি বিধায় সেসব সিনেমাতে অভিনয় করেননি তিনি। তবে এরই মধ্যে তার দীর্ঘদিনের কর্মস্থল পাকিস্তান থেকে একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন। চলতি বছরই এই ধারাবাহিকের শুটিং-এর জন্য বেশ কয়েক মাস টানা পাকিস্তানে শুটিং করেও এসেছেন তিনি। সেখানে বেশ কয়েক পর্বের শুটিং শেষে গেল মাসের মাঝামাঝি তিনি ঢাকায় ফিরেছেন। আলী তাহেরের নির্দেশনায় ফাসেহ বারী খানের রচনায় ‘মোহিনী ম্যানসন কী সিনড্রেলা’ নামক একটি ধারাবাহিকের কাজ করছেন তিনি। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্রে শবনমই অভিনয় করছেন। এরই মধ্যে গেল ৩ ডিসেম্বর থেকে পাকিস্তানের একটি প্রাইভেট চ্যানেলে এর প্রচারও শুরু হয়েছে। শবনম বলেন, ‘বহু বছর পর পাকিস্তানের ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করেছি। আলী তাহেরের বাবা আমার পূর্ব পরিচিত ছিলেন। যে কারণে তারই আগ্রহে এই ধারাবাহিকে আমার কাজ করা। ধারাবাহিকের গল্প বলা যায় আমাকে কেন্দ্র করেই এগিয়ে যাবে। আমি আলী তাহেরের ইউনিটে কাজ করে ভীষণ সন্তুষ্ট। সবচেয়ে বড় কথা হলো গেল ৩ ডিসেম্বর থেকে ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে। প্রথম দিন থেকেই দর্শক ধারাবাহিকটি বেশ ভালোভাবে গ্রহণ করে নিয়েছে। জানতে পেরেছি যে বহু বছর পর দর্শক আমার অভিনয় দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে। এটাই অভিনেত্রী হিসেবে আমার সফলতা, আমার ভালোলাগা। নায়করাজ রাজ্জাকের বিপরীতে শবনম বাংলাদেশে অশোক ঘোষ পরিচালিত ‘নাচের পুতুল’ সিনেমাতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। এই সিনেমার ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ এখনো দর্শকের মুখে মুখে ফেরে। অভিনয় জীবনের শুরুতেই শবনম এ দেশে ‘এ দেশ তোমার আমার’, ‘রাজধানীর বুকে’, ‘হারানো দিন’ সিনেমায় অভিনয় করেন। এরপর তিনি ‘সন্ধি’, ‘সন্দেহ’, ‘কারণ’, ‘শর্ত’, ‘সহধর্মিণী’, ‘যোগাযোগ’, ‘বশিরা’, ‘জুলি’, ‘দিল’সহ আরো অনেক সিনেমায় অভিনয় করেন।
ছবি : আশীষ সেনগুপ্ত


আরো সংবাদ



premium cement
বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি

সকল