১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গাইবেন সিঁথি

-

এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি সাহা ভারতের কলকাতায় অবস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছেন। আগামী ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা-কলকাতা মৈত্রী সম্মেলন’। বিষয়টি নিশ্চিত করেছেন ‘ঢাকা-কলকাতা মৈত্রী সমিতি’র সাধারণ সম্পাদক মো: আরিফ ইকবাল। ‘তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া সহযোগিতা’য় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিঁথি সাহার সঙ্গীত পরিবেশনের বিষয়টি তার সাথে গতকালই যোগাযোগ করে নিশ্চিত করা হয়েছে। ২৩ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবনে গাইবেন সিঁথি সাহা। সিঁথি সাহা বলেন, দেশের বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত পরিবেশন করতে যাওয়া আমার প্রথম। যেহেতু বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করতে আমাকে সেখানে নিমন্ত্রণ জানানো হয়েছে। তাই যেসব গানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা যায় সেসব গানই পরিবেশন করার চেষ্টা থাকবে আমার। আবার আমার নিজের কিছু গান, শ্রোতা দর্শকের অনুরোধের গানও গাইতে পারি। অনুষ্ঠানের আয়োজকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে, তারা আমাকে এ অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement