১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


এবার শিক্ষতায় ঈশিতা

-

জনপ্রিয় অভিনেত্রী ও নির্দেশক রুমানা রশীদ ঈশিতা এবার শিক্ষকতা পেশার সাথে নিজেকে সম্পৃক্ত করলেন। ঢাকার বনানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের আওতাধীন মার্কেটিং বিভাগের শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন। বিগত এক মাসেরও বেশি সময় ধরে তিনি শিক্ষার্থীদের পড়াচ্ছেন। অভিনয়, নাচ, নির্দেশনার বাইরে শিক্ষকতার মতো মহান পেশাকে ভীষণ উপভোগ করছেন ঈশিতা। জীবনের অন্য এক আলোর ভুবনের দেখা পেয়েছেন তিনি। ঈশিতা বলেন, ‘যদিও মাত্র কিছুদিন হলো শিক্ষতা শুরু করেছি কিন্তু এটা সত্যি যে আমি ভীষণ উপভোগ করছি এই পেশা। শিক্ষকতা মহান পেশা, শিক্ষার্থীদের পড়াতে এসে তাদের শ্রদ্ধা-ভালোবাসা এই পেশার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিয়েছে আমাকে। প্রতিদিনই নতুন আমাকে আবিষ্কার করছি আমি। আবার এটাও সত্য যে এই পেশার জন্য নিজেকেও অনেক স্টাডি করতে হয়, অনেক কিছুই জানতে হয়। তবে যাই বলি না কেন আমি অন্যরকম এক আনন্দ পাচ্ছি।’ ঈশিতা খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ ঈশিতাকে পেয়ে দারুণ খুশি। বিশ্ববিদ্যালয়টির মাকের্টিং বিভাগের শিক্ষার্থীর সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। এ দিকে গেলো ১১ অক্টোবর চ্যানেল আই টিভিতে প্রকাশিত হয়েছে ঈশিতার গাওয়া নতুন গান ‘তোমার জানালায়’। এটি লিখেছেন সোহেল আরমান এবং সুর-সঙ্গীত করেছেন ইবরার টিপু। ইউটিউবে এরই মধ্যে গানটি প্রায় এক লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। গেলো ঈদে ঈশিতাকে রেদওয়ান রনির নির্দেশনায় ‘ঝরা পাতার দিন’ এবং রাফায়েলের নির্দেশনায় ‘কাঠপেন্সিল’ টেলিফিল্মে অভিনয়ে দেখা যায়। ঈশিতা বর্তমানে নজরুল একাডেমির ইদ্রিস আলীর কাছে সঙ্গীতে নিয়মিত তালিম নিচ্ছেন। ঈশিতা অভিনীত একমাত্র সিনেমা মরহুম আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘বিহঙ্গ’। ২০০২ সালে প্রণব ঘোষের সুর-সঙ্গীতে রাত নিঝুম অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। এর সব গান লিখেছিলেন আহমেদ রিজভী।


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল