১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


অস্ট্রেলিয়ায় বিপাশা

-

তারকাদের ওয়েব সিরিজে কাজ করার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। ওয়েব সিরিজে কাজ করার তালিকায় এবার যুক্ত হলেন চলচ্চিত্রাভিনেতী বিপাশা কবির। গতকাল থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন বিপাশা কবির। ওয়েব সিরিজের নাম ‘আঘাত’। এটি লিখেছেন ও নির্মাণ করছেন জায়েদ রেজওয়ান। ওয়েব সিরিজটিতে দেখা যাবে অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া বাংলাদেশী মেয়ে জুলিয়ার বাবা-মা আফগানিস্তানে ত্রাণ বিতরণ করতে গিয়ে মারা যান। অস্ট্রেলিয়াতে চাচার কাছে বড় হয় সে। একসময় পরিচয় হয় হাবিবের সাথে। তার সাথে জুলিয়ার একটি সম্পর্ক গড়ে ওঠে। এগিয়ে যায় গল্প। জুলিয়া চরিত্রে অভিনয় করছেন বিপাশা কবির এবং হাবিব চরিত্রে বিপাশা কবিরের বিপরীতে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ। ওয়েব সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘আঘাত’ আমার প্রথম অভিনীত ওয়েব সিরিজ। আমার চরিত্রটি নিয়ে আমি খুব সন্তুষ্ট। আমি অনেক ভালোলাগা নিয়ে কাজ করছি। পরিচালকের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে এমন চমৎকার একটি কাজের সাথে সম্পৃক্ত রাখার জন্য। সত্যি বলতে কি এখনতো ওয়েব সিরিজ দর্শক খুব দেখছেন। যে কারণে অনেক আগ্রহ নিয়ে এই ওয়েব সিরিজে আমার কাজ করা। এতে আমার সহশিল্পী ইরফান ভাই, তিনি যেমন ভালো একজন অভিনেতা ঠিক তেমনি একজন ভালো মানুষও বটে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ বিপাশা কবির জানান, আট কিংবা দশ পর্ব পর্যন্ত নির্মিত হবে ‘আঘাত’ নামে ওয়েব সিরিজটি। এ দিকে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষে দেশে ফিরে রাশিদ পলাশের নির্দেশনায় ‘পদ্মপুরাণ’ চলচ্চিত্রের কাজ শুরু করবেন বিপাশা কবির। এই চলচ্চিত্রে তিনি চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করবেন বলে জানান তিনি। এ ছাড়াও সাইমন তারিকের নির্দেশনায় ‘রোড নাম্বার সেভেন’ চলচ্চিত্রের কাজ শুরু করবেন শিগগিরই।


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল