১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


শর্মিলী আহমেদের সাথে তারা তিনজন

-

শর্মিলী আহমেদ, এ দেশের নাট্যাঙ্গন এবং চলচ্চিত্রাঙ্গনের কিংবদন্তি একজন অভিনেত্রী। শুটিংয়ের বাইরে সাধারণত তিনি নিজের বাসায়ই নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন। তবে তাকে ঘিরে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে সেখানে উপস্থিত থাকতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। গত ১৪ অক্টোবর রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ৬৩ নম্বর রোডের ৩৫/বি বাড়িতে যাত্রা শুরু হলো অ্যালিউর সিগনেচার স্পা। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শর্মিলী আহমেদ। প্রতিষ্ঠানটির সিইও ফারহানা ফাতেমার বিশেষ অনুরোধেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শর্মিলী আহমেদ। শর্মিলী আহমেদের সঙ্গে প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর মুহূর্তকে আরো রঙিন করে তুলতে উপস্থিত হয়েছিলেন সঙ্গীতশিল্পী মেহরিন, নূরজাহান আলিম, অভিনেত্রী ফারজানা চুমকীসহ আরো অনেকে। যাত্রা শুরুর অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চ্যানেল আইয়ের অনন্যা রুমা। শর্মিলী আহমেদ বলেন, ‘বিশেষত ধন্যবাদ অনন্যা রুমাকে আমাকে এমন চমৎকার একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরুর সময়ের সঙ্গী হিসেবে রাখার জন্য। অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা হলো এই অনুষ্ঠানে এসে। প্রতিষ্ঠানটির সিইও ফারহানা আলমের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। প্রত্যেকের সহযোগিতা ও শুভকামনা থাকলে অ্যালিউর সিগনেচার স্পা হতে পারে রূপচর্চায় ও ফ্যাশনে নারীদের প্রথম পছন্দের নাম।’ উল্লেখ্য, সম্প্রতি শর্মিলী আহমেদ বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে ‘ক্রেস্ট অব এপ্রিসিয়েশন’-এ ভূষিত হয়েছেন। আগামী ৩০ অক্টোবর মেহরিন তার জন্মদিনে ঢাকার বাইরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ দিকে নূরজাহান আলিম নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন দেশে এবং দেশের বাইরে। নাজনীন হাসান চুমকী গেলো ১২ অক্টোবর বাংলা একাডেমির মঞ্চে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা রূপে ‘নহি দেবী নহি সামান্য নারী’ নৃত্যনাট্যে অভিনয় করেছেন। শিগগিরই তার নির্দেশনায় নির্মিত নতুন ধারাবাহিক নাটক ‘নাগর দোলা’ চ্যানেলে নাইনে প্রচার শুরু হতে যাচ্ছে।
ছবি : গোলাম সাব্বির

 


আরো সংবাদ



premium cement
টেবিল টেনিসে রুমেল খানের দ্বিমুকুট জয় ২৮ দিন ধরে নিখোঁজ অটোরিকশাসহ চালকের সন্ধান চায় তার পরিবার ৭ মাসে ইসরাইলি হামলায় ৩৫৩৮৬ ফিলিস্তিনি নিহত বর্তমান অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে : কর্নেল অলি ‘জেলা পরিষদই নির্মাণ করবে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার’ ফের বাড়ল স্বর্ণের দাম দেবিদ্বারে বিরিয়ানির প্যাকেট আনতে গিয়ে ট্রাক্টরচাপায় শিশু নিহত কিরগিজস্তানে বাংলাদেশী, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের ওপর হামলা বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পল্লী : প্রশ্ন গয়েশ্বরের গাজীপুরে জীপের ধাক্কায় বৃদ্ধ নিহত আইন পেশাকে সংগ্রামের অংশ হিসেবে নিতে হবে : মিয়া গোলাম পরওয়ার

সকল