১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ঢাকাই চলচ্চিত্রে অনুপমের গান

-

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী অনুপম রায় প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করেছেন। চলচ্চিত্রের নাম ‘দেবী’। ‘দু মুঠো বিকেল’ শিরোনামের এ গানের কথাও লিখেছেন তিনি নিজে : ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি /দু মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি/আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি/আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি/এ ছেলেমানুষী তুলি দিয়ে আঁকছিÑ এমন কথার গানের সুর, সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন অনুপম। এ গানের দৃশ্যায়নে দেখা যাবে ‘দেবী’ চলচ্চিত্রের রানু অর্থাৎ জয়া আহসান এবং আনিস অর্থাৎ অনিমেষ আইচকে। ১৬ সেপ্টেম্বর রোববার এক ভিডিও বার্তায় অনুপম জানান, আমার খুব প্রিয় একজন লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দেবী’ নির্মিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই আমার আগ্রহ রয়েছে এই চলচ্চিত্রের প্রতি। পাশাপাশি এ ছবির প্রযোজক জয়া আহসানও আমার খুব প্রিয় একজন বন্ধু। জয়া যখন আমাকে এই চলচ্চিত্রের জন্য একটি গান করার অনুরোধ জানায়, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাই। আমি যে আমার সিদ্ধান্তে ভুল করিনি, তা এই গানের দৃশ্যায়ন এবং ছবির টিজার দেখেই বুঝতে পেরেছি। ‘দেবী’ নিয়ে সবার যেরকম আগ্রহ আছে, আমার আগ্রহও রয়েছে সমানভাবে। আমি নিশ্চিত ‘দেবী’ ভিন্ন ধারার একটি ছবি হবে।
জানা গেছে, অনম বিশ্বাস পরিচালিত, সরকারি অনুদান ও জয়া আহসানের ‘সি তে সিনেমা’ প্রযোজনা সংস্থা প্রযোজিত ‘দেবী’র এই গানটি আগামীকাল (১৭ সেপ্টেম্বর) সোমবার, বেলা ১১টায় পরিবেশনা সস্থা জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
পাশাপাশি ফেসবুকে জয়া আহসানের ভ্যারিফাইড ফ্যান পেইজ এবং দেবী-মিসর আলি প্রথমবার পেইজেও দেখা যাবে গানটি।

 


আরো সংবাদ



premium cement
এভারেস্ট জয় করলেন বাবর আলী বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম

সকল